মার্কিন মাটিতে চিনের পতাকা উড়িয়ে শেষ চারে পেং, শেষ আটে ফেডেরারের সামনে এবার 'ফরাসি বিপ্লব'

চিনা বোমায় ধরাশায়ী ইউএস ওপেন। লি না-র অনুপস্থিতিকে ঢেকে চিনের  ২৮ বছরের পেং সুআই সেমিফাইনালে উঠে গেলেন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৩৯ নম্বরে থাকে পেং কোয়ার্টার ফাইনালে হারালেন টুর্নামেন্টে একাধিক অঘটন ঘটানো সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনিচকে। পেং জিতলেন ৬-১,৬-২। অন্যদিকে, মারিয়া শারাপাভাকে ছিটকে দেওয়া ড্যানিশ তারকা ক্যারোলিনা ওয়াজনিয়াকিও সেমিফাইনালে উঠলেন। এক তরফা কোয়ার্টার ফাইনালে ওয়াজনিয়াকি ৬-০,৬-১ উড়িয়ে দিলেন সারা ইরানিকে।

Updated By: Sep 3, 2014, 12:22 PM IST
 মার্কিন মাটিতে চিনের পতাকা উড়িয়ে শেষ চারে পেং, শেষ আটে ফেডেরারের সামনে এবার 'ফরাসি বিপ্লব'

ওয়েব ডেস্ক: চিনা বোমায় ধরাশায়ী ইউএস ওপেন। লি না-র অনুপস্থিতিকে ঢেকে চিনের  ২৮ বছরের পেং সুআই সেমিফাইনালে উঠে গেলেন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৩৯ নম্বরে থাকে পেং কোয়ার্টার ফাইনালে হারালেন টুর্নামেন্টে একাধিক অঘটন ঘটানো সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনিচকে। পেং জিতলেন ৬-১,৬-২। অন্যদিকে, মারিয়া শারাপাভাকে ছিটকে দেওয়া ড্যানিশ তারকা ক্যারোলিনা ওয়াজনিয়াকিও সেমিফাইনালে উঠলেন। এক তরফা কোয়ার্টার ফাইনালে ওয়াজনিয়াকি ৬-০,৬-১ উড়িয়ে দিলেন সারা ইরানিকে।

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ও অষ্টম বাছাই অ্যান্ডি মারে। ১৭ তম বাছাই স্পেনের রবার্তো বাস্কে আকুয়েটকে ৬-৪,৬-৩,৬-২ উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেডেরার। ফেডেরারের সামনে এবার শারাপোভার বয়ফ্রেন্ড গ্রিগর দিমিত্রোভকে হারানো মনফিঁলিশ। চতুর্থ রাউন্ডে মনফিঁলিশ ৭-৫,৭-৬,৭-৫ হারালেন দিমিত্রোভকে।

পুরুষদের কোয়ার্টার ফাইনাল লাইন আপ-
জকোভিচ বনাম মারে
ওয়ারিঙ্কা বনাম নিশিকোরি
ফেডেরার বনাম মনফিঁশ
চিলিচ বনাম বার্ডিচ

মহিলাদের সেমিফাইনাল লাইনআপ-
ওয়াজনিয়াকি বনাম পেং
সেরেনা/পানেত্তা বনাম আজারেঙ্কা/মাকারোভা

.