ইতিহাসকে ফিরিয়ে এনে ফাইনালে `বুড়ি` সেরেনা বনাম 'তরুণী' আজারেঙ্কা
ইউ এস ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ঠিক গতবারের পুনরাবৃত্তি। গতবারের মত এ বারও খেতাবি লড়াইয়ে মুখোমুখি সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। রবিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেলতে দেখা যাবে বিশ্বের এক নম্বর সেরেনা ও দুই নম্বর আজারেঙ্কাকে।
ইউ এস ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ঠিক গতবারের পুনরাবৃত্তি। গতবারের মত এ বারও খেতাবি লড়াইয়ে মুখোমুখি সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। রবিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেলতে দেখা যাবে বিশ্বের এক নম্বর সেরেনা ও দুই নম্বর আজারেঙ্কাকে।
সেমি ফাইনালে চিনের লি না কে হারিয়ে ফাইনালে উঠলেন ১৭ টি গ্রান্ডস্লামের মালকিন মার্কিন সেরেনা। আর ইটালির বর্ষীয়ান খেলোয়াড় ফ্লাবিও পানেত্তাকে হারিয়ে খেতাবি লড়াইয়ের চূড়ান্ত ধাপে পৌঁছে গেলেন বেলারুশের আজারেঙ্কা। দুজনেই এমনভাবে জিতলেন যাতে সেমি ফাইনালের সব উত্তেজনা মাটি হয়ে গেল। সেরেনা, ভিক্টোরিয়া দুজনেই প্রতিপক্ষকে খেলা তো দূরের কথা দাঁড়ানোর সময় পর্যন্ত দিলেন না।
৩১ বছরের সেরেনা জিতলেন ৬-০, ৬-৩ গেমে সমবর্ষীয় লি না-র বিরুদ্ধে। আর ৩২ বছরের জীবনে প্রথমবার গ্র্যান্ড স্লাম সিঙ্গলেসর সেমি ফাইনাল খেলতে নামা ইটালির পানেত্তাকে ৬-৪, ৬-২ হারালেন বেলারুশের ২টি গ্র্যান্ডস্লাম জয়ী ভিক্টোরিয়া।
চলতি ইউ এস ওপেনে মাত্র ১৬ টা গেম হারিয়েছেন সেরেনা। তার ওপর আবার শেষ তিনটে রাউন্ডে মাত্র ছটা গেম খুইয়েছেন চারবারের ইউ এস ওপেন জয়ী এই মার্কিন মহাতারকা। ২৪ বছরের আজারেঙ্কার বিরুদ্ধে তাই ফেবারিট হিসাবেই নামছেন ৩১ বছরের `বুড়ি`সেরেনা। গতবারের ফাইনালে তিন সেটের লড়াইয়ে সেরেনা জিতেছিলেন ৬-২, ২-৬, ৭-৫।
ডাবলসে বিদায় দুই উইলিয়ামস বোন-- সিঙ্গলসের ফাইনালে উঠলেও ডাবলসে সেমি ফাইনাল থেকেই বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। বোন ভেনাসকে নিয়ে নেমে শেষ চারের ম্যাচ সেরেনারা হারলেন চেক জুড়ি আন্দ্রে হালাভাকোভা-লুসি হারেডেকার বিরুদ্ধে। দুই উইলিমস বোন হারলেন স্ট্রেট সেটে ৪-৬, ৬-২।
বিদায় মারে-- গতবারের ইউ এস ওপেন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে বিদায় নিলেন সেমি ফাইনাল থেকে। কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের মারেকে ৬-৪, ৬-৩, ৬-২ গুঁড়িয়ে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে উঠলেন স্টানিলাস ওয়ারিঙ্কা।
পুরুষদের সিঙ্গলসের সেমি ফাইনাল লাইন আপ
নোভাক জকোভিচ বনাম স্টানিলাস ওয়ারিঙ্কা
রাফায়েল নাদাল বনাম রিচার্ড গ্যাসকে