পুলওয়ামায় জঙ্গি হামলা : বড়সড় ঘোষণা ইরানি ট্রফি জয়ী বিদর্ভের
ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি এবার বিশেষ উদ্যোগ নিল বিদর্ভ ক্রিকেট দলও।
নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিণতির কথা ভেবে মন ভালো নেই দেশবাসীর। সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে ফুঁসছে গোটা দেশ। শহিদদের পরিবারের পাশে থাকার জন্য নানা উদ্যোগ শুরু হয়েছে নানা মহল থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি এবার বিশেষ উদ্যোগ নিল বিদর্ভ ক্রিকেট দলও।
Vidarbha are proving why they are champions on an off the field. The #IraniTrophy winners led by @faizfazal have decided to hand over their prize money to family members of martyrs of #PulwamaTerroristAttack. pic.twitter.com/Rh6i44nXrI
— BCCI Domestic (@BCCIdomestic) February 16, 2019
রঞ্জি ট্রফির পর ইরানি ট্রফিও নিজেদের দখলে রেখেছে ওয়াসিম জাফররা। বম্বে, কর্ণাটকের পর এই কীর্তি করে দেখাল বিদর্ভ। অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯৫ রানে এগিয়ে থাকার সুবাদে ইরানি ট্রফি জিতে নিয়েছে রনজি চ্যাম্পিয়ন বিদর্ভ। ইরানি ট্রফি জেতার পর গোটা দল তাঁদের মধ্যে আলোচনা করে বড়সড় সিদ্ধান্ত নিল। তাদের পুরস্কার মূল্যের সবটাই পুলওয়ামায় শহিদদের পরিবারকে উতসর্গ করে দেন বিদর্ভের ক্রিকেটাররা।
আরও পড়ুন - পুলওয়ামায় জঙ্গি হামলা : শহিদদের পরিবারের পাশে থাকার অনুরোধ বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের