Vijay Hazare Trophy: জয় দিয়ে যাত্রা শুরু বাংলার
ইশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ ও শাহবাজ আহমেদ ২টি করে উইকেট পান।
![Vijay Hazare Trophy: জয় দিয়ে যাত্রা শুরু বাংলার Vijay Hazare Trophy: জয় দিয়ে যাত্রা শুরু বাংলার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/21/307461-whatsapp-image-2021-02-21-at-17.29.36.jpeg)
নিজস্ব প্রতিবেদন - জয় দিয়ে বিজয় হাজারে ট্রফিতে যাত্রা শুরু করল বাংলা। রবিবার সার্ভিসেসকে ৭০ রানে হারালেন অনুষ্টুপ মজুমদাররা। টসে হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলা। শ্রীবৎস গোস্বামী ও বিবেক সিংহ শুরুতেই ৭১ রানের পার্টনারশিপ গড়েন। পরে অনুষ্টুপ মজুমদারের ৬১ বলে ৫৮ ও কাইফ আহমেদের ৫৩ বলে ৭৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তোলে বাংলা। ৪৯ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরণও।
আরও পড়ুন - India vs England: ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য তরুণদের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর
সার্ভিসেসের বোলারদের মধ্যে সেভাবে কেউই নজর কাড়তে পারেননি। পুলকিত নারাং ১০ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট পান। এছাড়াও বরুণ চৌধুরী ১০ ওভারে ৫৪ রান দিয়ে ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৫০ রানের মধ্যেই ৩টি উইকেট হারায় সার্ভিসেস। ইশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ ও শাহবাজ আহমেদ ২টি করে উইকেট পান। ৪৯.৪ ওভারে ২৪৫ রানেই অল আউট হয়ে যায় সার্ভিসেস। এই ম্যাচ জিতে ৪ পয়েন্ট ঘরে তুলল বাংলা।