বঞ্চিত হল কল্যাণী, ব্যাটেই নামতে হল না ধোনিকে
ব্যুরো: খড়গপুরে যখন রেলের টিকিট চেকারের কাজ করতেন তখন দু-একবার কল্যাণীতে খেলতে এসেছিলেন। এমনটাই দাবি খড়গপুরের ধোনির বন্ধুদের। কিন্তু ভারতীয় দলে জায়গা পাওয়ার পর আর কখনই মহেন্দ্র সিং ধোনিকে দেখেননি কল্যাণীর মানুষ। এই প্রথম কোনও প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে কল্যাণীতে পা রেখেছিলেন ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখতে তাই উত্সাহের খামতি ছিল না।
সকাল থেকেই বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির সামনে ভিড় জমিয়েছিলেন একঝাঁক ক্রিকেটপ্রেমী। তাদের চাহিদা একটাই ধোনিকে স্বচক্ষে দেখা। এটা জেনে আগে থেকেই পুলিসের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শুধু পুলিসই নয় কমব্যাট ফোর্সও ধোনির নিরাপত্তায় নিয়োজিত ছিল। ধোনি মাঠে নামতেই বাড়ির ছাদ থেকে শুরু করে স্কুলের জানলা সব জায়গাতেই ছিল উত্সুক চোখের ভিড়।তবে সবকিছু ঠিকঠাক থাকলেও মাহির ব্যাটিং দেখা থেকে বঞ্চিতই থাকতে হল কল্যাণীর ক্রিকেট প্রেমীদের। কারন সার্ভিসেসের বিরুদ্ধে ঝাড়খন্ডকে সহজ জয় এনে দেয় সৌরভ তেওয়ারি ও ইশাঙ্ক জাগির জোড়া শতরান। ধোনিকে ব্যাট করতে নামতেই হয়নি।