হৃদরোগে আক্রান্ত বিনোদ কাম্বলি, ভর্তি লীলাবতী হাসপাতালে

হৃদরোগে আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তী করা হয়েছে। ৪১ বছরের ক্রিকেটার ১৭ টি টেস্ট ম্যাচ খেলেছেন। খেলেছেন ১০৪টি একদিনের ম্যাচ। ২০১২ সালে হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায়, তাঁর এঞ্জিওপ্লাস্ট করানো হয়। তবে সে বারের অস্ত্রপচারের খবর প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি।

Updated By: Nov 29, 2013, 04:14 PM IST

হৃদরোগে আক্রান্ত প্রাক্তণ ক্রিকেটার বিনোদ কাম্বলি। তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রিকেট জীবনে১৭ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন ১০৪টি একদিনের ম্যাচ। ২০১২ সালে হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায়, তাঁর এঞ্জিওপ্লাস্ট করানো হয়। তবে সে বারের অস্ত্রপচারের খবর প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি।

শুক্রবার মুম্বইয়ের রাস্তায় গাড়ি চালাতে চালাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাক্তণ ক্রিকেটার। তখনই এক মহিলা ট্রাফিক অফিসার তাঁকে হাসপাতালে নিয়ে যান। বেশকিছু দিন ধরে টেলিভিশন অনুষ্ঠানেও দেখা যাচ্ছিল কাম্বলিকে।

৬৬৪। এই সংখ্যাটা বিনোদের জীবনে খুবই উল্লেখযোগ্য। ১৯৮৮ সালে সচিনের তেন্ডুলকরের সঙ্গে স্কুল ম্যাচে ৬৬৪ এর পার্টনারশিপ গড়েন তিনি। সেই ম্যাচটার জন্য এখনও বিনোদ কাম্বলিকে মনে রেখেছে ক্রিকেট ভক্তরা।

.