ছি! বিরুষ্কার ৯ মাসের মেয়েকে 'ধর্ষণ'-এর হুমকি, দ্রুত শাস্তির দাবি মহিলা কমিশনের
সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়।
নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্ডি ওয়ার্ল্ড কাপে (ICC T20 World Cup) ভারত-পাক ম্যাচে খারাপ পারফর্ম্যান্স! মহম্মদ শামির (Mohammed Shami) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনদের একাংশ। ভারতীয় বোলারের পাশে দাঁড়ান ভারতীয় ক্যাপ্টেন। এরপরই নেটিজেনদের ওই অংশের ক্ষোভ গিয়ে পড়ল বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মার (Anushka Sharma) ৯ মাসের মেয়ে ভামিকার উপর (Vamika Kohli)।
সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণ করা হল দুধের শিশুকে। অবাক করা বিষয় হল, একরত্তিকে দেওয়া হল 'ধর্ষণ'-এর হুমকিও। মানুষের একাটা অংশের মানসিকতার স্খলন দেখে হতবাক ওয়াকিবহাল মহল। নিন্দায় সরব অনেকেই।
গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি মহিলা কমিশন (The Delhi Commission for Women)। দিল্লি পুলিসের উদ্দেশে জারি হয়েছে নোটিস। ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি মহিলা কমিশনের (The Delhi Commission for Women) চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। দিল্লি পুলিসের কাছে দ্রুত কঠোর পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি।
भारतीय क्रिकेट टीम के कप्तान @imVkohli और @AnushkaSharma की बेटी को ट्विटर पर बलात्कार की धमकी मिलने के मामले में दिल्ली महिला आयोग ने भेजा पुलिस को नोटिस।DCW अध्यक्ष @SwatiJaiHind ने बताया घटना को शर्मनाक, आरोपी की गिरफ्तारी की मांग pic.twitter.com/qUEWeLeyLx
— Delhi Commission for Women - DCW (@DCWDelhi) November 2, 2021
একই সঙ্গে গোটা ঘটনায় গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়ায়ও।
Where are we heading??? The ‘new’ India ?
Virat Kohli & Anushka's Nine-month-old Daughter Received Rape Threats After He Supported Shami https://t.co/AdxXBlFcne— Jaaved Jaaferi (@jaavedjaaferi) November 2, 2021
How can people be so ridiculous? What has virat's daughter to do with the Indian team losing the game? This is absolutely ridiculous. Strict action should be taken against such people.
We support you @imVkohli!
You make India proud! pic.twitter.com/BtBmntMGLr— Shanaya Singhaniya (@shanayavi) November 2, 2021
টি-টোয়েন্ডি ওয়ার্ল্ড কাপে (ICC T20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে খারাপ বোলিং করার পর থেকেই শামির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার একাংশ নেতিবাচক মন্তব্য করতে শুরু করে। 'সহেসপুর এক্সপ্রেস'কে 'গদ্দার' বলে কটাক্ষ করা হয়। পাশাপাশি একশ্রেণীর নেটিজেনরা তাঁর ধর্ম নিয়েও অপমানজনক মন্তব্য করে। সেই বিষয়ে ভারত (Team India) অধিনায়ককে প্রশ্ন করা হলে গর্জে ওঠেন তিনি। ওই সমস্ত নেটিজেনদের 'একগুচ্ছ মেরুদণ্ডহীন লোক' বলে পাল্টা আক্রমণ শানান বিরাট কোহলি (Virat Kohli)।