টেস্টে ঋদ্ধিমানের পরিবর্তে কেন ঋষভ পন্থ? ব্যাখ্যা দিলেন ক্যাপ্টেন কোহলি
পাশাপাশি ঋষভ পন্থকে আড়াল করতে কোহলি আরও বলেন ...
নিজস্ব প্রতিবেদন: ভারত অধিনায়ক বিরাট কোহলিই বলেছিলেন, ঋদ্ধিমান সাহা নাকি বিশ্বমানের উইকেটকিপার! সেই 'বিশ্বমানের উইকেটকিপার' স্কোয়াডে থাকার পরেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টেই প্রথম একাদশে জায়গা হয়নি ঋদ্ধির। খেলেন ঋষভ পন্থ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের লজ্জা ঢাকতে এবার পন্থকে আড়াল করলেন ক্যাপ্টেন কোহলি।
নিউ জিল্যান্ডে একটা প্রস্তুতি ম্যাচের নিরিখে ঋদ্ধিকে সরিয়ে প্রথম একাদশে জায়গা করে নেন পন্থ। প্রথম টেস্টের দল নির্বাচনের পর টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে কার্যত ধুয়ে দেন ভক্তরা। ঋদ্ধিমানের পরিবর্তে প্রথম একাদশে খেলা পন্থ চারটি ইনিংসে করেন মাত্র ৬০ রান। সর্বোচ্চ ২৫ রান করেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে। খারাপ ফর্ম চলছেই ঋষভ পন্থের। টেস্ট হোক কিংবা টি-টোয়েন্টি কিংবা ওয়ান ডে দীর্ঘদিন পন্থের ব্যাটে বড় রান নেই।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টে ঋদ্ধিমানের পরিবর্তে কেন ঋষভ পন্থকে খেলানো হল? তারই ব্যাখ্যা দিলেন ক্যাপ্টেন কোহলি। ভারত অধিনায়ক বলেন, "আমরা ঋষভকে অনেক সুযোগ দিয়েছি। আপনাদের এটা দেখতে হবে যে কাউকে কখন সুযোগ দেওয়ার সঠিক সময়। এই দলে কারোর জায়গা নির্দিষ্টভাবে নিশ্চিত নয়। কেউ যেন না ভাবে আমিই প্রত্যেকটা ম্যাচে খেলব।"
পাশাপাশি ঋষভ পন্থকে আড়াল করতে কোহলি আরও বলেন, "ঋষভ উইকেটের পিছনে খুব পরিশ্রম করেছে। সেই জন্যই আমরা ভেবেছিলাম এই সিরিজে ওকে সুযোগ দেব। আমরা ভেবেছিলাম এই সিরিজে ও ফর্মে ফিরবে, ভাল খেলবে। কিন্তু দল হিসেবেও আমরা ব্যর্থ। আমরা একেবারেই ভালো ব্যাটিং করতে পারিনি।"
আরও পড়ুন - হোয়াইটওয়াশের লজ্জায় ম্যাচ শেষে মেজাজ হারালেন ক্যাপ্টেন কোহলি!