আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি

বোলারদের র‍্যাঙ্কিংয়ে খুব একটা বদল হয়নি। ৯ বোলারদের মধ্যে একেবারে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন

Updated By: Dec 31, 2017, 06:39 PM IST
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি

নিজস্ব প্রতিবেদন: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থানে স্টিভ স্মিথ। আর দ্বিতীয় স্থানে থেকেই বছর শেষ করলেন বিরাট কোহলি। অন্যদিকে অ্যালেস্টেয়ার কুক ৯ ধাপ এগিয়ে এসে অষ্টম স্থানে চলে এলেন।

অ্যাসেজ সিরিজে দ্বিশতরান করার সুবাদে একলাফে আট নম্বর স্থানে চলে এলেন কুক। রবিবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। অ্যাসেজে দলের ৪৯১ রানের মধ্যে ২৪৪ রানই করেছিলেন কুক। এরপর তাঁর সামনে এখন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা।

টেস্ট ক্রিকেটে নিজের র‍্যাঙ্ক কিছুটা উন্নতি করেছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জো রুট। একধাপ এগিয়ে তিনি এখন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের সঙ্গে একাসনে।

আরও পড়ুন-সাবধান! ভণ্ড বাবাদের দ্বিতীয় তালিকা প্রকাশ করল আখাড়া পরিষদ

বোলারদের র‍্যাঙ্কিংয়ে খুব একটা বদল হয়নি। ৯ বোলারদের মধ্যে একেবারে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ৬ নম্বর স্থান থেকে বছর শুরু করেছিলেন অ্যান্ডারসন। তাঁর পরেই এখন রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাসিগো রাবাদা। তিন ও ৬ নম্বরে রয়েছেন অশ্বিন ও জাদেজা। চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ।

.