কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে বড় কথা বললেন স্মিথ
ডনের দেশে বছর শেষে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের বড় আকর্ষণ বিরাট কোহলি বনাম স্টিভ স্মিথ দ্বৈরথ।
নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে বড়সড় মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। অ্যাডিলেডে দিন-রাতের গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট কোহলি। কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে ইতিমধ্যেই অনেকে সমালোচনা করলেও বহু মানুষই ক্যাপ্টেন কোহলির পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন -কোহলির পথেই কেন! পিতৃত্বকালীন ছুটি নিলেন কিউই অধিনায়ক
ডনের দেশে বছর শেষে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের বড় আকর্ষণ বিরাট কোহলি বনাম স্টিভ স্মিথ দ্বৈরথ। শেষ তিনটি টেস্টে সেই দ্বৈরথ দেখা যাবে না।তাতে কি! কিং কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে স্টিভ স্মিথ বলেন, "প্রথম সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকা উচিত। বিরাটের অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের হয়তো বড় ক্ষতি হবে। কিন্তু ক্রিকেটের বাইরেও ভারত অধিনায়কের একটা ব্যক্তিগত জীবন রয়েছে।"
পাশাপাশি স্মিথ এও বলেন, "ও (বিরাট কোহলি) প্রথম সন্তানের বাবা হতে চলেছে। আমরা তো জানি ও অস্ট্রেলিয়ায় খেলতে কতটা ভালবাসে। কতটা ভাল খেলে। কিন্তু আমি আবারও বলব এই সময়ে বিরাটের তার পরিবারের পাশে থাকা দরকার।"
আরও পড়ুন - ধোনি নন, কিং কোহলিকে দশকের সেরা একদিনের প্রভাবশালী ক্রিকেটার বললেন গাভাসকর