ধোনি তাড়াও দাবিতে সরব গাভাসকর, শ্রীকান্তরা

কে বলবেন তিনি আজ থেকে এই মাত্র দেড় বছর আগে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন! ভারতীয় ক্রিকেটে এখন মহেন্দ্র সিং ধোনি বিরুদ্ধে বিরোধী হাওয়া সুনামিতে পরিবর্তিত হয়েছে। একের পর এক ধাক্কা, হারের জেরে ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে সরব ক্রিকেটমহল। অনেকেই মনে করছেন এবার ভারতীয় ক্রিকেটে অধিনায়ক বদলের সময় এসেছে। সেই অনেকের তালিকায় উপরের দিকে আছেন কিংবদন্তি সুনীল গাভাসকরও।

Updated By: Dec 17, 2012, 10:15 PM IST

কে বলবেন তিনি আজ থেকে এই মাত্র দেড় বছর আগে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন! ভারতীয় ক্রিকেটে এখন মহেন্দ্র সিং ধোনি বিরুদ্ধে বিরোধী হাওয়া সুনামিতে পরিবর্তিত হয়েছে। একের পর এক ধাক্কা, হারের জেরে ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে সরব ক্রিকেটমহল। অনেকেই মনে করছেন এবার ভারতীয় ক্রিকেটে অধিনায়ক বদলের সময় এসেছে। সেই অনেকের তালিকায় উপরের দিকে আছেন কিংবদন্তি সুনীল গাভাসকরও।
এদিন এক টেলিভিশন শোয়ে এসে গাভাসকর পরিষ্কার জানিয়ে দেন, ধোনিকে সরিয়ে ভারতীয় অধিনায়ক হিসাবে কোহলিকে নিয়ে আসা উচিত। গাভাসকর মনে করছেন দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য কোহলি এখন পুরোপুরি তৈরি। ধোনির সবচেয়ে বড় সমর্থক তথা প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তও ধোনির বিরদ্ধে মুখ খুললেন। শ্রীকান্ত বললেন, "ধোনিকে সরানোর সময় হয়ে গেছে। আমি নির্বাচক প্রধান থাকলে ধোনি অধিনায়ক থেকে সরিয়ে শুধু উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে খেলাতাম।"

.