এবিকে হটিয়ে এখন দ্রুততম ৯ হাজারি বিরাট কোহলি
নিজস্ব প্রতিবেদন: ওয়ানডে সিরিজ দখলে বিরাট কোহলিদের কাছে মরণ-বাঁচনের লড়াই কানপুরের ম্যাচ। সেই ম্যাচে নজিরবিহীন রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক। একদিনের ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রান সংগ্রহকারী হিসাবে নজির তৈরি করলেন তিনি। এর আগে এই রেকর্ডের খেতাব ছিল দক্ষিণ আফ্রিকার ‘রান মেশিন’ এবি ডিভিলিয়ার্স। ১৯৪ ইনিংসে লাগল বিরাটের, সেখানে ডিভিলিয়ার্সের লেগেছিল ২০৫টি ইনিংস।
রেকর্ড ভাঙাভাঙিতে এবি-র সঙ্গে কার্যত ইঁদুর দৌড় খেলছেন কোহলি। দ্রুততম ৮ হাজার রানের রেকর্ডও এবি-র থেকে ছিনিয়ে নিয়েছিলেন তিনি। মাত্র ১৭৫টি ইনিংস খেলে এই রেকর্ড গড়েন কোহলি। তবে, ভারত অধিনায়ক দ্রুততম ৬ হাজার রানের ক্ষেত্রে হাসিম আমলার রেকর্ড ভাঙতে পারেননি। আমলার থেকে ১৩টি ইনিংসে পিছিয়ে ছিলেন কোহলি।
আরও পড়ুন- ডোপ পরীক্ষা করাতেই হবে ভারতীয় ক্রিকেটারদের, কড়া নির্দেশ স্পোর্টস মন্ত্রকের
এদিন টসে জিতে নিউ জিল্যান্ড বিরাট কোহলিদের ব্যাট করতে পাঠায়। ৬ ওভারের মাথায় শিখর ধাওয়ানের প্রথম উইকেট পড়ে গেলেও রোহিত শর্মা এবং বিরাট কোহলির জোড়া শতরানে ঘুরে দাঁড়ায় ভারত।
আরও পড়ুন- যুব বিশ্বকাপের ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মাত্র ৩ রানের জন্য দেড়শো রান হাতছাড়া হয় রোহিত শর্মার। অন্যদিকে ৯টি চার এবং একটি ছয়ের মেরে ওয়ানডে কেরিয়ারের ৩২ তম শতরান পূর্ণ করেন কোহলি।