Virat Kohli | IND vs SA: 'আমার হিরোকে ছুঁয়েছি....' ইতিহাস লিখে ঘোরই কাটছে না কোহলির

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেঞ্চুরি চাই...সেঞ্চুরি চাই...! ৩৫ তম জন্মদিনে (Virat Kohli’s Birthday) চাই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ তম সেঞ্চুরি (Virat Kohli's 49th ODI Century) ! বিরাট কোহলির (Virat Kohli) কাছে এটাই প্রত্যাশা ছিল আপামর তাঁর অনুরাগীদের। কথা রাখলেন বিরাট। করে ফেললেন দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফরম্যাটে ৪৯ তম আন্তর্জাতিক সেঞ্চুরি। ঐতিহাসিক মাইলস্টোনে স্পর্শ করে বিরাট স্পর্শ করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। যুগ্ম ভাবে এখন সচিনের সঙ্গে মগডালে বিরাট। আর একটি শতরান করলেই বাইশ গজের ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিকারী হয়ে যাবেন তিনি। 'রাজা' বসবেন সিংহাসনে। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটের ব্য়াট থেকে এসেছে অপরাজিত ১০১ রানের ইনিংস। বিরাটের ব্য়াটে ভর করে ভারত ২৪৩ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। আর এদিন সচিনকে ছুঁয়ে আবেগি হয়ে পড়েছেন বিরাট। ম্যাচের পর বিরাট বুঝিয়ে দিলেন যে, তাঁর হৃদয়ে সচিন কোন জায়গায়!

আরও পড়ুন: IND vs SA | World Cup 2023: কল্পতরু কোহলির রঙে মিলিয়ে গেল 'রামধনু'! ক্রিকেটের নন্দনকানন যেন আনন্দ নিকেতন

বিরাটের ঐতিহাসিক ইনিংসের পর সচিন তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার) লেখেন, 'দারুণ খেলেল বিরাট। দেখো আমার ৪৯ থেকে ৫০ যেতে ৩৬৫ দিন লেগেছে। আমি আশা করি তুমি ৪৯ থেকে ৫০-এ পৌঁছে যাও আগামী কয়েক দিনের মধ্যেই। আমার রেকর্ড ভেঙে দাও। শুভেচ্ছা।' সচিন মজার ছলে, সেঞ্চুরির প্রসঙ্গে নিজের জন্মের বছরের কথাই বলেছেন।' এর আগে সচিন বলেছিলেন, দেখুন  ৪৯ তম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড আমার নয়। এটা ভারতের রেকর্ড। যতক্ষণ এই রেকর্ডে ভারতের সঙ্গে থেকে যাবে, আমি ততক্ষণ খুশি।' সচিন চলতি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবেই আইসিসি-র দেওয়া দায়িত্ব সামলাচ্ছেন।  সচিন যে শুভেচ্ছা পাঠিয়েছেন সেই খবর পেয়েছেন বিরাট।

ম্যাচের সেরা হয়েছেন বিরাট। খেলার পর সম্প্রচারকারী চ্যানেলে বলেন, 'দেখুন বড় ম্য়াচ ছিল এটা। সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে কঠিন দলের বিরুদ্ধে খেললাম। ভালো খেলার মোটিভেশন ছিল। মানুষজন আমার জন্মদিনটা বিশেষ করে দিল। আরও বেশি কিছুর একটা অনুভূতি কাজ করেছে। ওপেনাররা যেভাবে শুরু করেছিল, বোঝাই গেছিল আরও ভালো কিছু ঘটবে। পুরনো বলের সঙ্গে পরিবেশ বদলে গিয়েছিল। আমার কাছে টিম ম্য়ানেজমেন্টের কাছে বার্তা ছিল থেকে ব্য়াট করার। সেই দৃষ্টিভঙ্গিতে আমি খুশি। আমরা জানতাম যে ৩১৫-র উপর রানে কাজ হয়ে যাবে। আমি আবার ক্রিকেট খেলা উপভোগ করছি। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। দলের জন্য় ফের অবদান রাখতে পারার জন্য় খুশি। তেন্ডুলকরের ট্যুইট আমার জন্য় ভীষণ স্পেশ্যাল। হিরোর রেকর্ড স্পর্শ করতে পারা আমার কাছে বিরাট সম্মানের। ও ব্য়াট হাতে পারফেকশন ছিল আলাদা। আমার কাছে আবেগঘন মুহূর্ত। আমি জানি কোথা থেকে আমি এসেছি। মানুষটাকে টিভি-তে দেখে বড় হয়েছি। তাঁর থেকে প্রশংসা পাওয়া আমার কাছে বিরাট ব্য়াপার।' আগামী রবিবার ভারত বিশ্বকাপের লিগ পর্যায়ের শেষ ম্য়াচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। খেলা হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। যা বিরাটের দ্বিতীয় ঘরের মাঠ। কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সুবাদে চিন্নাস্বামী হয়ে গিয়েছে বিরাটের আপন মাঠ।

আরও পড়ুন: Virat Kohli’s Birthday: 'রাজা'কে বিশেষ উপহার দিদির, তিলোত্তমা সাক্ষী রাজসূয় যজ্ঞের

Powered By


 
 
Loaded5.67%
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
Virat Kohli On Sachin Tendulkars Message For 49th ODI Century
News Source: 
Home Title: 

 'আমার হিরোকে ছুঁয়েছি....' ইতিহাস লিখে ঘোরই কাটছে না কোহলির

Virat Kohli | IND vs SA: 'আমার হিরোকে ছুঁয়েছি....' ইতিহাস লিখে ঘোরই কাটছে না কোহলির
Caption: 
বিরাটের ঘোরই যেন কাটছে না
Yes
Is Blog?: 
No
Section: