সমালোচনায় বিদ্ধ কিং কোহলির পোস্ট; ভক্তদের মন ছুঁয়ে গেল

নিজস্ব প্রতিবেদন: নিজের খারাপ ফর্মের সঙ্গে নিউ জিল্যান্ডে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ভারত অধিনায়ক বিরাট কোহলির। অফ ফ্রম থেকে ফিরতে মোটিভেশনের খোঁজে ভারত অধিনায়ক। কিং কোহলি স্বয়ং পোস্ট করলেন অনুপ্রেরণামূলক এক বার্তা।

কিউই সফরে একদিনের সিরিজে ভরাডুবির পর টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। দোসর নিজের ব্যাটে রান নেই।  স্বাভাবিকভাবেই ক্যাপ্টেন কোহলি মেজাজ ঠিক রাখতে পারছেন না! এমনিতেই মেজাজ হারিয়ে ফেলেন বলে বিরাট কোহলির একটা সুনাম আছেই। এমনকী মাঠে কিং কোহলির ব্যবহার কিংবা মাঠের বাইরে তাঁর মন মতো প্রশ্ন না হলে তেলে বেগুনে জ্বলে ওঠা। আইসিসি টেস্ট ব্যাটিং ক্রমতালিকায় এক থেকে দুই নম্বরে নেমে গিয়েছেন কোহলি।

এবার নিজেই এক দর্শনমূলক বার্তা দিলেন কিং কোহলি। নিজেই লিখলেন, পরিবর্তনই হল একমাত্র ধ্রব। টুইটারে এই পোস্টের পরই ভক্তরা জানিয়েছেন আরও শক্তিশালী হয়ে ফর্মে ফিরে এসো কিং কোহলি।

আরও পড়ুন - করোনা সংক্রমণের জের, পিছিয়ে গেল ভারত-কাতার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ

English Title: 
Virat Kohli posts motivational message on Twitter, fans say come back stronger
News Source: 
Home Title: 

সমালোচনায় বিদ্ধ কিং কোহলির পোস্ট; ভক্তদের মন ছুঁয়ে গেল

সমালোচনায় বিদ্ধ কিং কোহলির পোস্ট; ভক্তদের মন ছুঁয়ে গেল
Yes
Is Blog?: 
No
Section: