IND vs NED | Virat Kohli | Rohit Sharma: ভারতের দুরন্ত জয়, গেইলকে পিছনে ফেললেন কোহলি, যুবির আগে এখন রোহিত
পাকিস্তানের পর এবার নেদারল্যান্ডসকেও উড়িয়ে দিল ভারত। টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাট ঝলসে উঠল। দেশের দুই মহারথীই সিডনিতে করে ফেললেন একাধিক রেকর্ড।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেলবোর্নের পর সিডনিতেও বিরাট কোহলি (Virat Kohli) রইলেন আগুনে ফর্মে। বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) ভারত-নেদারল্যান্ডস (India vs Netherlands Super 12 match) সুপার টুয়েলভের ম্যাচে ভারত ৫৬ রানে ডাচদের হারাল। এদিন বিরাটের ব্যাট থেকে আসে ৪৪ বলে অপরাজিত ৬২ রানের ঝকঝকে ইনিংস। আর এই রানের সুবাদেই বিরাট কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রানশিকারি হয়ে গেলেন। 'কিং কোহলি' ছাপিয়ে গেলেন টি-২০ ক্রিকেটের রাজা ক্রিস গেইলকে (Chris Gayle)। বিরাটের সামনে শুধুই শ্রীলঙ্কার মহারথী মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। অন্যদিকে এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ভেঙে ফেললেন যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ছক্কা হাঁকানোর রেকর্ড। টি-২০ বিশ্বকাপে এখন ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছয় মারা ক্রিকেটার হিসাবে নিজের নাম লেখালেন 'হিটম্যান'। কুড়ি ওভারের বিশ্বকাপের আসরে রোহিতের ঝুলিতে এখন ৩৪টি ছয়। যুবির রয়েছে ৩৩টি ছয়।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
দেখে নেওয়া যাক টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানশিকারিদের তালিকা
১) মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা)- ১০১৬ রান ৩১ ম্যাচে।
২) বিরাট কোহলি (ভারত)- ৯৮৯ রান ২৩ ম্যাচে।
৩) ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৯৬৫ রান ৩৩ ম্যাচে।
৪) রোহিত শর্মা (ভারত)- ৯০৪ রান ৩৫ ম্যাচে ।
৫) তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)-৮৯৭ রান ৩৫ ম্যাচে।
অন্যদিকে সিডনিতে যখন পুরুষদের বিশ্বকাপে ভারত-নেদারল্যান্ডস ম্যাচে সকলের ফোকাস ছিল, ঠিক তখনই লাইমলাইট কেড়ে নিয়েছিল বিসিসিআই সচিব জয় শাহর একটি ট্যুইট। নীরবেই ভারতীয় ক্রিকেট বোর্ড অসাধারণ এক সিদ্ধান্ত নিয়ে ফেলল। মহিলা ক্রিকেটে শুভারম্ভ হল নতুন যুগের। বিভেদ এখন অতীত। জয় জানিয়ে দিলেন যে, রোহিত শর্মাদের সমান ম্যাচ ফি-ই পাবেন হরমনপ্রীত কউররা। নতুন নীতিতে রোহিত-হরমনপ্রীতরা দেশের হয়ে প্রতিটি টেস্ট ম্যাচ খেলার জন্য ১৫ লক্ষ টাকা পাবেন, ওয়ানডে খেলে পাওয়া যাবে ৬ লক্ষ টাকা এবং টি-২০ ম্যাচের জন্য পারিশ্রমিক ৩ লক্ষ টাকা।