মাঠের বাইরে আমার ক্যাপ্টেন অনুষ্কা, বললেন বিরাট

মাঠের বাইরে বিরাটের ক্যাপ্টেন অনুষ্কা। কিন্তু বিরাট যখন মাঠে খেলেন তখন অনুষ্কার ভূমিকা কী? এ ব্যাপারেও স্ত্রীকে সার্টিফিকেট দিয়ে ক্যাপ্টেন কোহলি বলেন, ক্রিকেট নিয়ে অনুষ্কার ভীষন আগ্রহ ও উন্মাদনা।

Updated By: May 21, 2018, 04:50 PM IST
মাঠের বাইরে আমার ক্যাপ্টেন অনুষ্কা, বললেন বিরাট
সৌজন্যে- টুইটার

নিজস্ব প্রতিবেদন : মাঠে তিনি অধিনায়ক হলেও, বাড়িতে ক্যাপ্টেন কিন্তু অনুষ্কা শর্মাই। স্পষ্ট জানিয়ে দিলেন বিরাট কোহলি। শুধু জানিয়ে দেওয়াই নয়, একথা স্বীকার করে নিয়েই বিরাট আরও বলেন, "অনুষ্কা জীবনে সব সিদ্ধান্তই সঠিক নিয়েছে। ও আমার প্রেরণা। ও (অনুষ্কা) আমাকে ইতিবাচক ভাবতে শিখিয়েছে। জীবনসঙ্গীর থেকে সবাই এটাই তো চায়। তাই আমি গর্বিত। অনুষ্কাই অব দ্য ফিল্ড অধিনায়ক।"

মাঠের বাইরে বিরাটের ক্যাপ্টেন অনুষ্কা। কিন্তু বিরাট যখন মাঠে খেলেন তখন অনুষ্কার ভূমিকা কী? এ ব্যাপারেও স্ত্রীকে সার্টিফিকেট দিয়ে ক্যাপ্টেন কোহলি বলেন, "ক্রিকেট নিয়ে অনুষ্কার ভীষন আগ্রহ ও উন্মাদনা। ও খেলাটা বোঝে। সবচেয়ে বড় কথা, অনুষ্কা ক্রিকেটারদের মানসিকতা এবং আবেগ বোঝে। আমার কাছে ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

আরও পড়ুন- চিপস খাওয়া নিয়ে নীরবতা ভাঙলেন বিরাট

.