Virat Kohli টপকে গেলেন Mohammed Azharuddin কে

কোহলি টপকে গেলেন আজহারউদ্দিনকে! অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক।

Updated By: Dec 26, 2021, 04:47 PM IST
Virat Kohli টপকে গেলেন Mohammed Azharuddin কে
বিরাট কোহলি

নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) মাঠে পা দিয়েই রেকর্ড করে ফেললেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের (SA VS IND) তিন ম্যাচের টেস্ট সিরিজের শুভারম্ভ হয়েছে রবিবার। বক্সিং-ডে টেস্টে মুখোমুখি কোহলি (Virat Kohli) বনাম ডিন এলগার (Dean Elgar)। এদিন সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে কোহলি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

টস জেতার সঙ্গেই কোহলির মুকুটে যুক্ত হয়ে গেল আরও একটি পালক। ভারত অধিনায়ক হিসাবে টেস্টে সবচেয়ে বেশি টস জিতলেন কোহলি। এই নিয়ে ৩০ বার (৬৮ টেস্ট) টস জিতলেন তিনি। টপকে গেলেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে (Mohammed Azharuddin)। আজহারউদ্দিন ৪৭টি টেস্টের মধ্যে ২৯ বার টেস্ট জিতেছেন। কোহলির পর আছেন এমএস ধোনি। কিংবদন্তি ক্যাপ্টেন ৬০টি টেস্টে দেশের নেতৃত্বভার সামলেছেন। জিতেছেন ২৬ বার।

আরও পড়ুন: Joe Root: রুটের রেকর্ড ভাঙাগড়ার খেলা অব্যাহত! এবার টেস্টের এলিট ক্লাবে তিনি

কোহলি ইতিমধ্যেই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ৬৭টি টেস্ট ম্যাচে তাঁর ক্যাপ্টেনসিতে ভারত ৩৯টি টেস্ট জিতেছে। এরপর আছেন ধোনি। ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। ভারত জিতেছে ২৭ বার। সৌরভ গঙ্গোপাধ্যায় ৪৯টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ভারত জিতেছে ২১টি টেস্ট। আজহারউদ্দিনের ভারত ১৪ বার জিতেছে টেস্ট। ক্যাপ্টেন কোহলি কোহলি এখনও পর্যন্ত রামধনু দেশে খেলেছেন ৫টি টেস্ট। করেছেন ৫৫৮ রান। তাঁর গড় ৫৫.৮০। ম্যান্ডেলার দেশে লাল বলের ক্রিকেটে কোহলির রয়েছে জোড়া সেঞ্চুরি ও জোড়া হাফ-সেঞ্চুরি। তাঁর ট্র্যাকরেকর্ড ঈর্ষণীয়। কোহলির সামনে বিরাট মাইলস্টোন স্পর্শ করার হাতছানি রয়েছে। ভারত অধিনায়কের আর প্রয়োজন আর মাত্র ১৯৯ রান। ৬ ইনিংসের মধ্যে এই রান করে ফেলতে পারলেই কোহলি ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে ৮০০০ রানের গণ্ডি টপকে যাবেন। কোহলি ৯৭টি টেস্টে ৫০.৬৫-এর গড়ে ৭৮০১ রান করেছেন লাল বলের ক্রিকেটে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

.