Virat Kohli: অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় কোহলির প্রাপ্য, মনে করেন দিলীপ বেঙ্গসরকার

টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির শেষটাও সেই ভাবেই দেখতে চাইছেন দিলীপ বেঙ্গসরকার। 

Updated By: Sep 16, 2021, 11:47 PM IST
Virat Kohli: অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় কোহলির প্রাপ্য, মনে করেন দিলীপ বেঙ্গসরকার

নিজস্ব প্রতিবেদন: শেষ ভাল যার। সব ভাল তার। টি-টোয়েন্টি ফরম্যাটে (T20) অধিনায়ক হিসেবে বিরাট কোহলির (Virat Kohli) শেষটাও সেই ভাবেই দেখতে চাইছেন দিলীপ বেঙ্গসরকার (Dilip Vengsarakar)। তাঁর মতে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ (WT20) দিয়ে এই ফরম্যাট থেকে কোহলির বিদায় নেওয়া উচিত। এবং অধিনায়ক হিসেবে এটাই কোহলির প্রাপ্য। 

বেঙ্গসরকার বলেন, "ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে কোহলি অসাধারণ। দেশের হয়ে অগুনিত ম্যাচে কোহলি অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে নিজেকে মেলে ধরেছে। তবে অন্যদিকে আইপিএল জগতে ওর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মোটেও দাগ কাটতে পারেনি। এই আক্ষেপ নিয়ে এখনও কোহলি চলছে। যদিও ওর মতো অধিনায়কের ঝুলিতে একটা বিশ্বকাপ জয় থাকা দরকার। আক্রমণাত্মক অধিনায়ক হিসেবে আগেই দাগ কেটেছিল। তাই ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে দেখতে চাই। কারণ এই ট্রফি ওর প্রাপ্য।" 

আরও পড়ুন: Sourav on Virat Kohli: বিদায়বেলায় 'ক্যাপ্টেন কোহলি'কে বিশেষ সম্মান জানালেন বড় প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়

২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর থেকে দলকে সব ফরম্যাটে এগিয়ে নিয়ে চলেছেন কোহলি। দেশকে ৪৫টি ম্যাচে নেতৃত্বে দিয়ে জিতেছেন ২৭ ম্যাচে। ভারত হেরেছে মাত্র ১৪ ম্যাচ। সাফল্য ৬৫.১১ শতাংশ। তবে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট থেকে অধিনায়ক হিসেবে সরে গেলেও টেস্ট ও একদিনেই ম্যাচে দায়িত্ব পালন করবেন কোহলি। 

বেঙ্গসরকার মনে করেন এতে ভারতীয় দলেরই লাভ হবে। ভারতীয় ক্রিকেটের 'কর্নেল' যোগ করেন, "বিরাট নিজেও টেস্ট ক্রিকেটকে বাড়তি গুরুত্ব দেয়। টেস্ট নিয়ে ওর মানসিকতা দেখলেই সেটা বোঝা যায়। তাই আমার মতে টেস্ট ও একদিনের ম্যাচে কোহলি দেশকে আরও অনেক সাফল্য দেবে।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.