কিং কোহলির সেরা ওয়ান ডে ইনিংস বাছলেন গম্ভীর; পিছিয়ে গেলেন আট বছর...

গৌতম গম্ভীরের চোখে কেন বিরাটের ওই ইনিংসটি সেরা?

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 1, 2020, 06:59 PM IST
কিং কোহলির সেরা ওয়ান ডে ইনিংস বাছলেন গম্ভীর; পিছিয়ে গেলেন আট বছর...
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন : ভারত অধিনায়ক বিরাট কোহলির সেরা ওয়ান ডে ইনিংস কোনটি? বিরাটের সেরা ইনিংস বেছে নিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। আর সেই ইনিংস বাছতে আট বছর পিছিয়ে যেতে হল গৌতিকে।

২০১২ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩০ রান তাড়া করতে নেমে ১৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেটিই কিং কোহলির সেরা ওয়ান ডে ইনিংস বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।

আসলে সেদিন পাকিস্তানের বিরুদ্ধে ৩৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই গৌতম গম্ভীর শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন। সেখান থেকেই ম্যাচ বের করে টিম ইন্ডিয়া। সচিন তেন্ডুলকর ৫২ এবং রোহিত শর্মা ৬৮ রান করেছিলেন। ১৪৮ বলে ১৮৩ রান করেছিলেন বিরাট। ২২ টি চার এবং একটি ছক্কা ছিল কোহলির ইনিংসে। ১৩ বল বাকি থাকতে ভারত সেই ম্যাচ জিতে নেয়।

গৌতম গম্ভীরের চোখে কেন বিরাটের ওই ইনিংসটি সেরা? সেই প্রসঙ্গে তিনি বলেন, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস খেলেছিল তার গুরুত্ব ছিল সবচেয়ে বেশি।

 

আরও পড়ুন- গর্বের ১০০! জ্বলছে মশাল... শতবর্ষ পালন ইস্টবেঙ্গলে

 

.