নিজের ওপেন করাটাকে আলাদাভাবে দেখতে নারাজ বিরাট
কানপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সম্পূর্ন নতুন ভূমিকায় দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। ব্যাট হাতে দলকে বিরাট নেতৃত্ব দেন ওপেনিংয়ে নেমে। তবে ভারত অধিনায়ক বিষয়টিকে আলাদাভাবে দেখতে নারাজ। তার দাবি রোহিত শর্মা না থাকায় তাকে দায়িত্ব নিতে হয়েছিল।
ওয়েব ডেস্ক: কানপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সম্পূর্ন নতুন ভূমিকায় দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। ব্যাট হাতে দলকে বিরাট নেতৃত্ব দেন ওপেনিংয়ে নেমে। তবে ভারত অধিনায়ক বিষয়টিকে আলাদাভাবে দেখতে নারাজ। তার দাবি রোহিত শর্মা না থাকায় তাকে দায়িত্ব নিতে হয়েছিল।
আরও পড়ুন একদিনের ক্রিকেটে আইসিসির তালিকায় নামলেন কোহলি, উঠলেন ধোনি
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের জন্য বিরাট তার ব্যাটিং লাইন আপকেই দায়ী করেছেন। কোহলির মতে গ্রীনপার্কের পিচে আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ রান বেশি হওয়া উচিত ছিল। একশো পঁচাত্তর রান না করতে পারলে কানপুরের মতন পিচে জেতা যায় না বলেই মনে করেন বিরাট কোহলি।
আরও পড়ুন বেন স্টোকস কি তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলবেন?