Virender Sehwag | IND vs PAK: 'আমরা তো আতসবাজি জ্বালাচ্ছি, আপনারা অকারণে টিভি ভাঙছেন কেন'!

পাকিস্তানকে দেখলেই জ্বলে উঠতেন বীরু। চির প্রতিদ্ধন্দ্বী দেশের বিরুদ্ধে শেহওয়াগ ২৩৪৭ রান করেছেন। টেস্টে করেছেন ১২৭৬ রান। ওয়ানডে-তে তাঁর রয়েছে ১০৭১ রান। ১০টি সেঞ্চুরি ও চারটি অর্ধ-শতরানও বীরু হাকিয়েছেন ওয়াঘার ওপারের ক্রিরেটীয় দেশের বিরুদ্ধে। 

Updated By: Oct 24, 2022, 08:40 PM IST
Virender Sehwag | IND vs PAK: 'আমরা তো আতসবাজি জ্বালাচ্ছি, আপনারা অকারণে টিভি ভাঙছেন কেন'!
চালিয়েই খেলেলন বীরু

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস মহাযুদ্ধ জিতেছে ভারত (IND vs PAK)। গত রবিবার মেলবোর্ন দেখেছে সুপার সানডে। 'মাদার অফ অল ব্যাটল'-এর শেষ ওভার ছিল যেন কোনও সাসপেন্স থ্রিলার। রোমহর্ষক এই ম্যাচ চার উইকেটে ছিনিয়ে নেয় ভারত! রোহিত শর্মা বনাম বাবর আজমদের হেভিওয়েট ডুয়েলের দিকেই ছিল সবার চোখ। পাকিস্তানের ১৫৯ রান তাড়া করতে নেমে ভারত ৩১ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। একটা সময় ম্যাচ থেকে কার্যত বেরিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দলকে খাদের কিনারা থেকে তুলে এনে ম্য়াচ জেতান বিরাট কোহলি (Virat Kohli)ও হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। চতুর্থ উইকেট পার্টনারশিপে বিরাট-হার্দিক ১১৩ রান যোগ করেছিলেন স্কোরবোর্ডে। ৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন হার্দিক। ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট। হারতে বসা ম্যাচ দুরন্ত ভাবে জিতে নেয় ভারত। এই জয়ের পরেই পাকিস্তানকে ট্রোল করা শুরু হয়ে যায়। এই তালিকায় থাকলেন স্বয়ং বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।

আরও পড়ুন: No-ball Controversy | IND vs PAK: কেন নো বল? আওয়াজ আক্রম-ওয়াকার-শোয়েবদের! মাঠে কিংবদন্তি আম্পায়ার

ইনস্টাগ্রামে একটি টিভি ভাঙার ভিডিয়ো পোস্ট করে ভারতের প্রাক্তন ওপেনার বীরু লেখেন, 'আরে পড়শিরা রিল্যাক্স। এটা শুধুই একটি খেলা। আপনার খুব ভালো চেষ্টা করেছেন। আমাদের এখানে দীপাবলি। তাই আমরা আতসবাজি জ্বালাচ্ছি, আপনারা অকারণে টিভি ভাঙছেন কেন'! এর সঙ্গেই বীরু অট্টহাসির স্মাইলি জুড়ে দিয়েছেন। ঘটনাচক্রে বিশ্বকাপের আসরে ভারতের কাছে হারলেই, পাকিস্তানের একাধিক ফ্যান বিভিন্ন সময় রাস্তায় নেমে টিভি ভেঙে ক্ষোভ প্রদর্শন করেছেন। এমন নজির একাধিক আছে। তাই নেটাগরিকরা ধরে নেন যে, পাকিস্তান হারলেই সেই দেশের ক্রিকেট ফ্যানরা টিভি ভাঙবেন। সেই স্রোতেই গা ভাসালেন বীরু। আর সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় বীরু। ক্রিকেট কেরিয়ারে যেভাবে মারকুটে মেজাজে ব্যাট করতেন, অবসরের পর সোশ্যালেও সেই মেজাজেই চালিয়ে খেলেন তিনি। বীরুর পোস্ট বরাবর আলোচনায় থাকে। পাকিস্তানকে দেখলেই জ্বলে উঠতেন বীরু। চির প্রতিদ্ধন্দ্বী দেশের বিরুদ্ধে শেহওয়াগ ২৩৪৭ রান করেছেন। টেস্টে করেছেন ১২৭৬ রান। ওয়ানডে-তে তাঁর রয়েছে ১০৭১ রান। ১০টি সেঞ্চুরি ও চারটি অর্ধ-শতরানও বীরু হাকিয়েছেন ওয়াঘার ওপারের ক্রিরেটীয় দেশের বিরুদ্ধে। বলাই বাহুল্য় মুলতান টেস্টে শেহওয়াগের ট্রিপল সেঞ্চুরি ভোলেননি কোনও ভারতীয় ফ্যানই। শেহওয়াগের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে গিয়েছিল বহু মানুষের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.