অস্ত্রোপচারের পর ক্রাচ নিয়েই অনুশীলনে ব্যস্ত ক্যারোলিনা মারিন, দেখুন ভিডিও
সপ্তাহ খানেক হল লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে ২৫ বর্ষীয় বিশ্বচ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকার। পুরোপুরি সুস্থ হয়ে কোর্টে ফিরতে ৬-৮ মাস সময় লাগবে
নিজস্ব প্রতিবেদন : ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে সবে সাত দিন গড়িয়েছে। এর মধ্যেই র্যাকেট হাতে অনুশীলনে নেমে পড়লেন বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার ক্যারোলিনা মারিন। নিজেই সেই অনুশীলনের ভিডিও টুইটারে পোস্ট করেছেন মারিন।
Day 8 - Who could imagine this the last Tuesday?
Día 8 - Quién se iba a imaginar esto el pasado martes? #PuedoPorquePiensoQuePuedo pic.twitter.com/aE7KdOwokN
— Carolina Marín (@CarolinaMarin) February 5, 2019
সপ্তাহ দুয়েক আগে ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনাল ম্যাচের মাঝে চোট পেয়ে কোর্ট ছেড়েছিলেন ক্যারোলিনা মারিন। সপ্তাহ খানেক হল লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে ২৫ বর্ষীয় বিশ্বচ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকার। পুরোপুরি সুস্থ হয়ে কোর্টে ফিরতে ৬-৮ মাস সময় লাগবে বলে মনে করছে স্প্যানিশ ব্যাডমিন্টন ফেডারেশন। যার ফলে অগাস্টে বাসলে বিশ্বচ্যাম্পিয়নশিপে মারিনের অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা থাকেই যাচ্ছে।
Day 7 - Step by step
Día 7 - Paso a paso #PuedoPorquePiensoQuePuedo pic.twitter.com/8u9N5lSC4y— Carolina Marín (@CarolinaMarin) February 4, 2019
অস্ত্রোপচারের সপ্তম দিনে স্ক্রাচ নিয়ে হাঁটাছেন মারিন, সেই ভিডিও পোস্ট করে লিখেছেন "আমি পারব, কারণ আমি বিশ্বাস করি আমি পারব..." সেই সঙ্গে চেয়ারে বসে ইতিমধ্যেই র্যাকেট হাতে ইনডোর অনুশীলনে নেমে পড়েছেন ক্যারোলিনা মারিন।
আরও পড়ুন - ধোনির সমালোচনা করার যোগ্যতা কারও নেই, বলছেন শাস্ত্রী