ওয়াটসনের সোনালি ফর্মে শেষ চারের পথে অসিরা

মভারতকে ৯ উইকেটে হারানোর পর জর্জ বেইলির দল দক্ষিণ আফ্রিকাকে হারাল ৮ উইকেটে। সুপার এইটে পরপর দুটো ম্যাচ বড় ব্যবধানে জিতে অস্ট্রেলিয়া এখন সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলল।

Updated By: Sep 30, 2012, 09:48 PM IST

দক্ষিণ আফ্রিকা: ১৪৬l অস্ট্রেলিয়া: ১৪৭/২ (১৭. ৪ ওভার)

একেবারে স্বপ্নের ফর্মে শেন ওয়াটসন। আর ওয়াটসনের এই দাদাগিরিতেই প্রতিপক্ষ একেবারে দিশেহারা। ঠিক যেমনটা অবস্থা হয়েছিল ধোনিদের, তেমনই হল ডিভিলিয়ার্সদের। ওয়াটসনের কাঁধে চড়েই টি টোয়েন্টিতে `ইদুঁর` বিশ্বকাপে অস্ট্রেলিয়া একেবার বাঘ। ভারতকে ৯ উইকেটে হারানোর পর জর্জ বেইলির দল দক্ষিণ আফ্রিকাকে হারাল ৮ উইকেটে। সুপার এইটে পরপর দুটো ম্যাচ বড় ব্যবধানে জিতে অস্ট্রেলিয়া এখন সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলল।
ভারতের রান তাড়া করতে নেমে ওয়াটসন ঝ়ড় সেই রান ১৪ ওভারেই তুলে ফেলেছিল। আর রবিরার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসিদের জয় এল ১৭ ওভারে। ওয়াটসন করলেন ৭০ রান। পাশাপাশি নিলেন দুই উইকেট। পরপর দুটো ম্যাচ হেরে কার্যত বিদায়ের মুখে দক্ষিণ আফ্রিকা।

.