ভারতে দিন-রাতের টেস্ট খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ

সবকিছু ঠিক থাকলে রাজকোটেই হবে ভারতের মাটিতে দিন-রাতের প্রথম টেস্ট।

Updated By: Mar 18, 2018, 06:10 PM IST
ভারতে দিন-রাতের টেস্ট খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদন : সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে দিন-রাতের টেস্ট হতে পারে ভারতে।  ভারতের মাটিতে প্রথম সেই দিন রাতের টেস্ট খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজও। এখন সিওএ-র সবুজ সংকেতের অপেক্ষা ...

আরও পড়ুন - কোন চ্যানেলে দেখবেন ভারত-বাংলাদেশ নিদহাস ট্রফির ফাইনাল ?

ভারত সফরে দিন-রাতের টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগ্রহী কিনা বোর্ডের কার্যকরী সচিব অমিতাভ চৌধরী তা জানতে চান ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে। অমিতাভ চৌধরীর মেলের জবাবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান ডেভ ক্যামেরণ লেখেন, " আমাদের যা আলোচনা হয়েছে তাতে ভারতে দিন-রাতের টেস্ট খেলার জন্য আমরা রাজি। তবে অবশ্যই তা সিরিজের প্রথম টেস্ট হতে হবে। পাশাপাশি ফ্লাডলাইটে অনুশীলনের যেন ব্যবস্থা থাকে। "

আরও পড়ুন-  টাকা চোট গেল রাহুল দ্রাবিড়ের

চলতি বছরে অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি টেস্ট খেলবে ভারত। সবকিছু ঠিক থাকলে রাজকোটেই হবে ভারতের মাটিতে দিন-রাতের প্রথম টেস্ট। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আরও একটি টেস্ট হবে হায়দরাবাদে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ হবে মুম্বই, গুয়াহাটি, কোচি, ইন্দোর এবং পুণে। কলকাতার পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের বাকি দু'টি হবে চেন্নাই এবং কানপুরে।

আরও পড়ুন- নভেম্বরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ ইডেনে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ খেলে ভারত যাবে অস্ট্রেলিয়ায়।  ২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে আবার অস্ট্রেলিয়া আসবে ভারতে। অজিদের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ ও দু'টি টি -টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন - রাশিয়া বিশ্বকাপে ব্যবহৃত হবে 'ভার' প্রযুক্তি

.