কিউই সফরে করোনাবিধি ভেঙে বিপাকে ক্যারিবিয়ানরা!
করোনা প্রতিরোধে বেশ কড়াকড়ি নিউ জিল্যান্ড সরকার।
নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বিদেশ সফর করে নজির গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবার সেই ক্যারিবিয়ানরাই কিউই সফরে করোনাবিধি ভেঙে অনুশীলনের সুযোগ হারাল।
করোনা প্রতিরোধে বেশ কড়াকড়ি নিউ জিল্যান্ড সরকার। নিউ জিল্যান্ড সফরে গিয়ে জৈব সুরক্ষা বলয়ে তিন ধাপে ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন গ্রুপে রাখা হয়েছিল। কিন্তু আইসোলেশনের ১২ নম্বর দিনে গোলমাল বাঁধল। ক্রাইস্টচার্চের হোটেলে দুটি গ্রুপে আইসোলেশনে ছিলেন ক্রিকেটাররা। নিয়ম হল, এক গ্রুপে থাকা ক্রিকেটাররা আইসোলেশনের সময় আর এক গ্রুপের ক্রিকেটারদের সঙ্গে মিশতে পারবেন না।
STATEMENT FROM CRICKET WEST INDIES ON COVID-19 PROTOCOLS IN NEW ZEALANDhttps://t.co/iRbKsWmte1
— Windies Cricket (@windiescricket) November 11, 2020
কিন্তু হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুই গ্রুপের ক্রিকেটাররা একসঙ্গে আড্ডা দিচ্ছেন, এমনটি খাবারও ভাগাভাগি করছেন! যদিও গোটা বিষয়টি হোটেলের মধ্যে হয়েছে, তাই হয়তো ঝুঁকি নেই। নিউ জিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক এই পরিস্থিতিতে ক্রিকেটারদের কোয়ারেন্টিনের বাকি সময় হোটেলেই কাটাতে হবে বলে জানিয়েছ। যার সময়সীমা শেষ হবে শুক্রবার।
দলের কয়েকজন ক্রিকেটার নিয়ম ভেঙেছেন। আইসোলেশনের নিয়ম ভাঙায় ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন ৪ দিনের জন্য বন্ধ করেছে নিউ জিল্যান্ড সরকার। এর জন্য অবশ্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই টেস্টের সিরিজের সূচিতে কোনও বদল হচ্ছে না বলেই জানা গিয়েছে আপাতত। ২৭ নভেম্বর অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ড সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
আরও পড়ুন- ফের কোহলিকে খোঁচা! আইপিএলের রাজা রোহিতকে জাতীয় দলের নেতৃত্বে দেখতে চান গম্ভীর