Yuvraj Singh-Shivam Dube: কিংবদন্তির সঙ্গে চলে তুলনা! কী বলছেন শিবম?

সেই ২০১৯ সাল থেকে শিবম দুবের (Shivam Dube) সঙ্গে চলছে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) তুলনা।

Updated By: Apr 13, 2022, 02:38 PM IST
  Yuvraj Singh-Shivam Dube: কিংবদন্তির সঙ্গে চলে তুলনা! কী বলছেন শিবম?
যুবরাজ সিং ও শিবম দুবে

নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে দেশের জার্সিতে টি-২০ অভিষেক হয়েছিল শিবম দুবের (Shivam Dube)। নেটে শিবমের ব্যাটিং দেখে ফ্যানরা তাঁর মধ্যে কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ছায়া দেখেছিলেন। মুম্বইয়ের বছর আঠাশের অলরাউন্ডার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে ৪৬ বলে ৯৫ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে।

শিবমের ব্যাটিং দেখে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও যুবরাজের সঙ্গে তাঁর তুলনা টেনেছেন।মঞ্জরেকর বলেন, "শিবমের মধ্যে বল দূরে পাঠানোর সহজাত দক্ষতা আছে। যুবরাজের ছিল, ওরও আছে।" যুবির সঙ্গে নিজের তুলনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শিবম। আরসিবি ম্যাচের পর তিনি বলেন, "যুবিপা আমার মতো বাঁ-হাতির কাছে রোল মডেল। অনেকেই বলেন আমি নাকি ওর মতো ব্যাট করি।"

গতবারের ও চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই টানা চার ম্যাচ হারার পর অবশেষে জয়ের মুখ দেখেছে চলতি আইপিএলে (IPL 2022)। মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy, Mumbai) শিবমের ব্যাটে ভর করেই ২১৬ রান তুলতে পেরেছে চেন্নাই। এই রান তাড়া করতে নেমে ২৩ রানে হারতে হেরেছে আরসিবি (Royal Challengers Bangalore)। শিবম চোখ ধাঁধানো ব্যাটিংয়ই করেননি, শিবম রেকর্ড পার্টনারশিপও (৭৪ বলে ১৬৫) করেছেন রবিন উথাপ্পার সঙ্গেও।

শিবম ২০১৯ সালে আইপিএল অভিষেক করেছিলেন আরসিবি-র হয়ে। এরপর তিনি এক মরশুম খেলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে। যদিও ধারবাহিকতার সমস্যা ভুগিয়েছে শিবমকে। তবে চলতি মরশুমে চেন্নাই চার কোটি টাকায় তাঁকে দলে নেওয়ার পর থেকেই শিবম নিজেকে মেলে ধরেছেন। আরিসিবি-র আগে দুরন্ত ইনিংস খেলার আগে তিনি লখনউয়ের বিরুদ্ধে ৩৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেছেন, পঞ্জাবের বিরুদ্ধে রয়েছে তাঁর ৩০ বলে ৫৭ রানের মারকাটির ইনিংসও।

আরও পড়ুন: IPL 2022: দেশের আগে ক্রোড়পতি লিগকে প্রাধান্য, সমস্যায় Kagiso Rabada, Lungi Engidi-রা

আরও পড়ুনMS Dhoni: ম্যাচ জেতানো ইনিংস খেলে ধোনিকেই ধন্যবাদ দিচ্ছেন শিবম

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.