হোয়াটসঅ্যাপে ছড়াল ইমরান খানের মৃত্যু গুজব

Updated By: Aug 13, 2014, 10:43 PM IST
হোয়াটসঅ্যাপে ছড়াল ইমরান খানের মৃত্যু গুজব

হোয়াটসঅ্যাপের মাধ্যেমে হঠাত্‍ই এল খবর। গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান।

যতক্ষণে জানা গেল গুজব, ততক্ষণে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর খবরে ভেঙে পড়তে শুরু করেছেন মানুষ। খবর যাচাই করতে গুগলেও শুরু হয়ে গিয়েছে সার্চ। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন সকলেই।

পুরোটাই গুজব। সুস্থ শরীরেরই বেঁচে আছেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। ১৯৭১ সালে ১৯ বছর বয়সে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইমরানের। ১৯৮২ সালে ৩০ বছর বয়সে পাকিস্তানের অধনায়কত্ব পান তিনি। ঠিক ১০ বছর পর তাঁর নেতৃত্বেই প্রথম বিশকাপ জেতে পাকিস্তান। টেস্ট ক্রিকেটের কেরিয়ারে ৩৮০৭ রান ও ৩৬২টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

 

.