কে বেশি বড়লোক?

মেসির ফ্যান বেশি না রোনাল্ডোর? টুইটার ফলোয়ার কিংবা ফেসবুক লাইক দিয়ে এই বিচার অসম্ভব। কারণ, এমন অনেকেই আছেন যারা দু'জনকেই পছন্দ করেন, তাঁদের ফলোয়ারও আবার ফেসবুকের পাতায় লাইকও দিয়েছেন। কিন্তু টাকার অঙ্কে হিসেবটা এমন নয়। বার্ষিক আয়েই বিচার্য, কে বেশি ধনবান? দেখে নিন সেই তালিকা যেখানে মেসি, রোনাল্ডোদের সঙ্গে সহাবস্থান নেইমার, ইব্রারও।

Updated By: Apr 13, 2016, 03:48 PM IST
কে বেশি বড়লোক?

ওয়েব ডেস্ক:মেসির ফ্যান বেশি না রোনাল্ডোর? টুইটার ফলোয়ার কিংবা ফেসবুক লাইক দিয়ে এই বিচার অসম্ভব। কারণ, এমন অনেকেই আছেন যারা দু'জনকেই পছন্দ করেন, তাঁদের ফলোয়ারও আবার ফেসবুকের পাতায় লাইকও দিয়েছেন। কিন্তু টাকার অঙ্কে হিসেবটা এমন নয়। বার্ষিক আয়েই বিচার্য, কে বেশি ধনবান? দেখে নিন সেই তালিকা যেখানে মেসি, রোনাল্ডোদের সঙ্গে সহাবস্থান নেইমার, ইব্রারও।

লিওনেন মেসি (বার্সেলোনা)
বার্ষিক আয়-৫৫৮ কোটি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ)
বার্ষিক আয়-৫০৮ কোটি

নেইমার (বার্সেলোনা)
বার্ষিক আয়-৩২৮ কোটি

ইব্রাহিমবিচ (প্যারিস সেন্ট জার্মান)
বার্ষিক আয়-২১১ কোটি

থিয়াগো সিলভা (প্যারিস সেন্ট জার্মান)
বার্ষিক আয়-১৯৬ কোটি

গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ)
বার্ষিক আয়-১৮৫ কোটি

থমাস মুলার (বায়ার্ন মিউনিখ)
বার্ষিক আয়-১৭৮ কোটি

আন্দ্রে ইনিয়েস্তা (বার্সেলোনা)
বার্ষিক আয়-১৬২ কোটি

লুইস সুয়ারেজ (বার্সেলোনা)
বার্ষিক আয়- ১৫৩ কোটি

 

.