EXPLAINED | Rohit Sharma | WI vs IND: কেন সাতে ব্যাট করলেন রোহিত? কারণ জানলে শ্রদ্ধা বাড়বে বহুগুণ
Why Rohit Sharma Came Out To Bat At No. 7 : ওপেনিংয়ে না নেমে, কেন সাতে ব্যাট করতে নামলেন রোহিত শর্মা? এই প্রশ্ন অনেকেরই মনে এসেছে। রোহিত এবার জবাব দিলেন। কারণ শুনলে তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে বহুগুণ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিত শর্মারা (Rohit Sharma) তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়েছেন (ICC World Test Championship 2023-2025)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ভারত টেস্ট সিরিজ ১-০ জিতে নিয়েছে। দ্বিতীয় তথা শেষ টেস্ট বৃষ্টিতে ধুয়ে ড্র হয়ে গিয়েছে। তবে বৃষ্টি না হলে ভারতের কাছে সুবর্ণ সুযোগ ছিল প্রতিপক্ষকে চুনকাম করার। তবে লাল বলের ক্রিকেট এখন অতীত। এবার লড়াই শুরু হয়েছে পঞ্চাশ ওভারের ফরম্যাটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই ভারত দাপুটে জয় পেল। রোহিত অ্যান্ড কোং পাঁচ উইকেটে হারিয়ে দিল মেরুন বাহিনীকে, তাও আবার হাতে ১৬৩ বল বাকি রেখে।
বিরাট জয়ের সৌজন্যে রয়েছেন দেশের দুই স্টার স্পিনার-রবীন্দ্র জাদেজা ও কুলদীপ জাদেজা । বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে রোহিত শে হোপদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। জাদেজা-কুলদীপের দাপটে উইন্ডিজ দল গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। জাদেজা ৬ ওভার বল করে ৩৭ রান খরচ করে তুলে নিয়েছেন ৩ উইকেট। তাঁর 'পার্টনার ইন ক্রাইম' কুলদীপ জোড়া মেডেন সহ-তিন ওভার বল করেছেন। তুলে নিয়েছেন চার উইকেট। খরচ করেছেন মাত্র ৬ রান।
এই রান তাড়া করতে নেমেছিলেন ঈশান কিশান ও শুভমন গিল। রোহিত তাঁর ওপেনিংয়ের জায়গাটা ছেড়ে দিয়েছিলেন। দলের জুনিয়র ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই রোহিত ব্যাট করতে নামেন সাতে। অন্যদিকে বিরাট কোহলিও তাঁর জায়গা ছেড়ে দিয়েছিলেন। ম্যাচের পর রোহিত বলেন, 'দেখুন আমি কখনও ভাবিনি যে, এই পিচে এরকম খেলা হবে। দলের প্রয়োজন ছিল প্রথমে বল করা এবং পরে স্কোর করা। সিমার এবং স্পিনারদের জন্য এই পিচ সবকিছু করেছে। আমাদের ছেলেরাও খুব ভালো বল করেই ওদের ওই রানে বেঁধে রেখেছে। দেখুন দলে নতুন যারা রয়েছে, তাদের আমি সুযোগ করে দিতে চেয়েছিলাম। যখনই সম্ভব হবে সুযোগ করে দেওয়ার, তখনই এরকম কিছু করব। ওদের ১১৪ রানে অলআউট করার পর, আমরা ভেবেছিলাম যে, এই ছেলেগুলোকে পরখ করে দেখি। আমার মনে হয় না, এরকম সুযোগ বারবার আসবে। তাই ওদের ব্য়াট করতে পাঠিয়ে ছিলাম।
রোহিত ওপেন করেন। সেখানে তিনি সাত নম্বরে ব্যাট করতে এসেছিলেন। সাতে ব্যাট করতে নেমে ১৯ বলে ১২ রানে অপরাজিত থেকে, দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।রোহিত এই প্রসঙ্গে মনে করিয়ে দেন তাঁর ভারতের জার্সিতে অভিষেকের কথা। তিনি বলেন, 'আমি ভারতের হয়ে সাতে অভিষেক করেছিলাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল।' রোহিত ২০০৭ সালের ২৩ জুন দেশের হয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্য়াচ খেলেছিলেন। কিন্তু সেদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পাননি ব্যাট করার। কিন্তু এর তিনদিন পর রোহিত বেলফাস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। নয় বলে আট রান করে জ্যাক কালিসের বলে আউট হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন: WI vs IND: কুলদীপ-জাদেজার বোলিং, ঈশানের অর্ধ শতরানের সৌজন্যে ক্যারিবিয়ানদের পাঁচ উইকেটে হারাল ভারত