বিজয় উৎসবে কেন নেই বাগান অধিনায়ক শিলটন?

উত্সবেও কাটল সুর। ক্লাব তাঁবুতে সেলিব্রেশনে অনুপস্থিত খোদ মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। টিভির পর্দায়ও  সেলিব্রেশন দেখেননি। এমন একটা দিনে সচিবের কালিমপংয়ে যাওয়া নিয়ে চাপা গুঞ্জন থেকেই যাচ্ছে।

Updated By: May 26, 2016, 05:20 PM IST
বিজয় উৎসবে কেন নেই বাগান অধিনায়ক শিলটন?

ওয়েব ডেস্ক: উত্সবেও কাটল সুর। ক্লাব তাঁবুতে সেলিব্রেশনে অনুপস্থিত খোদ মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। টিভির পর্দায়ও  সেলিব্রেশন দেখেননি। এমন একটা দিনে সচিবের কালিমপংয়ে যাওয়া নিয়ে চাপা গুঞ্জন থেকেই যাচ্ছে।

আনন্দের দিনে, উতসবের মেজাজেও সুর কাটল মোহনবাগানের ফেড জয়ের সেলিব্রেশনে। ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন থেকে গোটা সেলিব্রেশনে অনুপস্থিত খোদ মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। দুদশকেরও বেশি সময় ধরে মোহনবাগানের সচিবের চেয়ারে বসা বর্ষিয়াণ এই কর্তা আগে এরকম সুখের দিনে ক্লাবে কখনও অনুপস্থিত থাকেননি। ফোনে ধরা হলে ক্লাব সচিব জানান তিনি কালিমপংয়ে পরিবারের সঙ্গে নিজের বাড়িতে গিয়েছেন। টিভির পর্দায়ও  সেলিব্রেশন দেখেননি। এমন একটা দিনে সচিবের কালিমপংয়ে যাওয়া নিয়ে চাপা গুঞ্জন থেকেই যাচ্ছে। অন্যদিকে ক্লাব তাঁবুতে জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন না বর্তমান দলের অধিনায়ক শিল্টন পালও। চলতি মরশুমে সেভাবে খেলার সুযোগই পাননি বাগানের ঘরের ছেলে হয়ে ওঠা শিল্টন। মোহনবাগান গোলরক্ষক অবশ্য জানিয়েছিলেন তিনি কর্তাদের অনুমতি নিয়েই শহরের বাইরে গিয়েছেন। সামনের মরশুমের জন্য আগে ভাগে আইএসএলে অ্যাটলেটিকো দ্য কলকাতায় সই করেছেন শিল্টন। দশ বছর সবুজমেরুনে থাকা শিল্টনের মোহনবাগানের থাকা বেশ অনিশ্চিত। 

.