Rahul Dravid, WI vs IND: লজ্জার হারের পরেই বিরাট-রোহিতকে বিশ্রাম দেওয়ার অজুহাত দিলেন দ্রাবিড়, কী বললেন?
বিশ্বকাপের আগে আর ৯-১০টি ম্যাচ পাবে ভারত। তার মধ্যে আবার এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। তাই পরীক্ষানিরীক্ষা করার যেটুকু সুযোগ, সেটা এই সিরিজেই। সেটা ভেবেই হয়তো 'দুর্বল' ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্রামে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কবে দায়িত্ব নিতে শিখবেন তরুণরা? ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের লজ্জার হারের পর মাথাচাড়া দিয়ে উঠছে এই প্রশ্নই। যে দলটা বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) খেলার যোগ্যতা পর্যন্ত অর্জন করতে পারেনি, তাদের বিরুদ্ধে স্রেফ ১৮১ রানে অল আউট হয়ে যাওয়ার কোনও ব্যাখ্যা কি দিতে পারবেন ভারতের তরুণ ব্যাটাররা? বিশেষ করে যে পিচে ক্যারিবিয়ানদের এই ১৮২ রানের লক্ষ্যে পৌঁছাতে বিশেষ বেগই পেতে হল না, সেই পিচে। তবে ৬ উইকেটে এমন লজ্জার হারের পরেও অজুহাত দিচ্ছেন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর দাবি এমন হারের প্রভাব নাকি আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2023) ও ৫০ ওভারের বিশ্বকাপে পরবে না।
বিশ্বকাপের আগে আর ৯-১০টি ম্যাচ পাবে ভারত। তার মধ্যে আবার এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। তাই পরীক্ষানিরীক্ষা করার যেটুকু সুযোগ, সেটা এই সিরিজেই। সেটা ভেবেই হয়তো 'দুর্বল' ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্রামে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। কিন্তু তাঁরা বোধ হয় কস্মিনকালেও ভাবেননি, তাঁদের অনুপস্থিতিতে টিমের তথাকথিত প্রতিভাবান তরুণরা এভাবে ডুবিয়ে দেবেন। কিন্তু দলের দুই মহাতারকা বিশ্রামে গিয়েছিলেন? নিজের মতো করে 'শাক দিয়ে মাছ ঢাকলেন' তিনি।
— BCCI (@BCCI) July 29, 2023
আরও পড়ুন: Kapil Dev: নাম না করে কয়েক কোটি টাকার মালিক বিরাট-রোহিতকে ধুয়ে দিলেন কপিল দেব! কিন্তু কেন?
আরও পড়ুন: ICC T20 World Cup 2024: কবে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ? আয়োজক দেশের নাম জেনে নিন
দ্রাবিড় বলেন, "অন্যদেরও খেলার সুযোগ দিতে চাইছি আমরা। ওদেরও ভালো খেলার চেষ্টা করতে হবে। সব থেকে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে চাই। সকলকে যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া দরকার। তা হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়।"
প্রথম একাদশে অনিয়মিতদেরও বিশ্বকাপের আগে খেলার মধ্যে রাখতে চাইছেন দ্রাবিড়। কারণ বিশ্বকাপ তো বটেই, তার আগে এশিয়া কাপেও পরীক্ষার সুযোগ পাবেন না। দ্রাবিড় বলেছেন, "এশিয়া কাপের আগে আমাদের হাতে দু’তিনটে ম্যাচ রয়েছে। আমাদের কয়েক জন ক্রিকেটার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। চোট সারিয়ে এখনও মাঠে ফিরতে পারেনি ওরা। না খেললে বোঝা যায় না, এক জন ঠিক কেমন অবস্থায় রয়েছে। একটা অনিশ্চয়তা থাকেই। তাই বিকল্পদের তৈরি রাখতে হবে। আমরা কয়েক জনকে খেলার মধ্যে রাখতে চাইছি। যাতে প্রয়োজন হলে ওরাও দলকে সাহায্য করতে পারে।"