৭৭ বলে করলেন ২৭৯ রান, ইনি নাকি নেক্সট সেওয়াগ!

দিল্লির মায়াঙ্ক রাওয়াত। ইনিই নাকি ভারতীয় ক্রিকেটের নেক্সট মানে আগামীর বীরেন্দ্র সেওয়াগ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অত্যুক্তি অনেকসময় শুনতে পাওয়া যায়। হয়তো এটাও সেরকমই একটা। তবে স্কুল ক্রিকেটে মায়াঙ্ক অনেকটা সেওয়াগ সুলভ কাণ্ড ঘটিয়েছেন। মাত্র ৭৭ বলে মায়াঙ্ক করছেনে ২৭৯ রান। মেরেছেন ৩৪টা ওভার বাউন্ডারি, ১৪টা বাউন্ডারি। হকো না সেটা স্কুল পর্যায়ের একটা টি২০ ম্যাচ।

Updated By: Nov 8, 2016, 06:21 PM IST
৭৭ বলে করলেন ২৭৯ রান, ইনি নাকি নেক্সট সেওয়াগ!

ওয়েব ডেস্ক: দিল্লির মায়াঙ্ক রাওয়াত। ইনিই নাকি ভারতীয় ক্রিকেটের নেক্সট মানে আগামীর বীরেন্দ্র সেওয়াগ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অত্যুক্তি অনেকসময় শুনতে পাওয়া যায়। হয়তো এটাও সেরকমই একটা। তবে স্কুল ক্রিকেটে মায়াঙ্ক অনেকটা সেওয়াগ সুলভ কাণ্ড ঘটিয়েছেন। মাত্র ৭৭ বলে মায়াঙ্ক করছেনে ২৭৯ রান। মেরেছেন ৩৪টা ওভার বাউন্ডারি, ১৪টা বাউন্ডারি। হকো না সেটা স্কুল পর্যায়ের একটা টি২০ ম্যাচ।

আরও পড়ুন- জন্টির মতে ইনিই ভারতের সেরা ফিল্ডার

 হ্যাঁ, চারের থেকে ছয় মেরেছেন অনেক বেশি। দ্বিগুণেরও বেশি। মায়াঙ্ক খেলেছিলেন অতীশ বালভবন স্কুলের হয়ে। স্কুল পর্য়ায়ে এই টি২০ ম্যাচে মায়াঙ্কের অবিশ্বাস্য ইনিংসের সৌজন্যে  ওর দল করে ৩৫০ রান। সেখানে মায়াঙ্কদের প্রতিপক্ষ স্কুল এই পাহাড়প্রমাণ রান তাড়া করতে গিয়ে তোলে ১৪২ রান। 

.