নারী দিবসে বিরাট বার্তা: সমান সমান নয়, নারীরা পুরুষের উর্ধ্বে

"পুরুষ আর নারী কখনই সমান নয়। যৌন নিগ্রহ, লিঙ্গ বৈষম্য, পারিবারিক হিংসা, জুলুমের শিকার হওয়া সত্ত্বেও জীবনের প্রতিটা রাস্তাতেই নারীরা পথ দেখাচ্ছে। এরপরও মনে হয়, তাঁরা সমান সমান? না, তাঁরা সাম্যের উর্ধ্বে।" 

Updated By: Mar 8, 2018, 01:31 PM IST
নারী দিবসে বিরাট বার্তা: সমান সমান নয়, নারীরা পুরুষের উর্ধ্বে

নিজস্ব প্রতিবেদন: অর্ধেক আকাশ নয়, গোটা আকাশটাই নারীর। নারীদিবসে বিরাট বার্তা ভারত অধিনায়কের। সমান সমান তো দূর, ভারতীয় ক্রিকেটের সেনসেশন মনে করেন নারীরা পুরুষের উর্দ্ধেই। গোটা আকাশটা নারীকে দিয়েও থেমে থাকেননি বিরাট কোহলি। দেশজুড়ে সমাজের বিভিন্ন স্তরে নারীরা প্রতি মুহূর্তে লাঞ্ছিত হচ্ছেন, সেই বিষয়ে আগ্রাসী মনোভাব ব্যক্ত করেন। পাশাপাশি ঘাত-প্রতিঘাত পেরিয়ে নারীরা যেভাবে এগিয়ে চলেছেন তারও প্রশংসা করেন ভারত অধিনায়ক।  

খেলার আরও খবর - বেতনের মার্কশিটে A+ বিরাট-রোহিত, মাহি রইল মাহিতেই 

৮ মার্চ, বিশ্ব নারী দিবসে একটি ভিডিও পোস্ট করে বিরাট কোহলি জানিয়েছেন, "পুরুষ আর নারী কখনই সমান নয়। যৌন নিগ্রহ, লিঙ্গ বৈষম্য, পারিবারিক হিংসা, জুলুমের শিকার হওয়া সত্ত্বেও জীবনের প্রতিটা রাস্তাতেই নারীরা পথ দেখাচ্ছে। এরপরও মনে হয়, তাঁরা সমান সমান? না, তাঁরা সাম্যের উর্ধ্বে।" 

.