বিশ্বকাপে আবার মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ, গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়াও

আরও একবার ক্রিকেট মাঠে ধুন্ধুমার লড়াই দেখার সুযোগ পাবেন দুই দেশের সমর্থকরা।

Updated By: Sep 8, 2019, 01:30 PM IST
বিশ্বকাপে আবার মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ, গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়াও

নিজস্ব প্রতিবেদন : ফের বিশ্বকাপে ভারত-বাংলাদেশ। আরও একবার ক্রিকেট মাঠে ধুন্ধুমার লড়াই দেখার সুযোগ পাবেন দুই দেশের সমর্থকরা। মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। সেইসঙ্গে গ্রুপ বিন্যাসও জানানো হয়েছে। একই গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা। রবিবার থাইল্যান্ড ও বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে দারুন পারফরম্যান্স করে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ হারিয়েছে স্কটল্যান্ডকে। থাইল্যান্ড ১২ বছর আগে শেষবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিল। তারা প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পেল। গ্রুপ বি-তে জায়গা পেয়েছে তারা।

আরও পড়ুন-  মহত্ উদ্যোগ! দুই ম্যাচের পারিশ্রমিক মাঠ কর্মীদের দিলেন সঞ্জু স্যামসন

গ্রুপ এ-তে ভারত রয়েছে। গ্রুপ বি তে ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড রয়েছে। ভারত টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২১ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মহিলী দিবসে অর্থাত ৮ মার্চ, ২০২০। মেলবোর্নে হবে ফাইনাল।

আরও পড়ুন-  ''আমরা করব জয়!'' ইসরোর প্রচেষ্টা নিয়ে শেহবাগের কবিতা, গম্ভীরের স্যালুট

মহিলাদের বিশ্বকাপ শেষ হলেই অস্ট্রেলিয়ায় শুরু হবে পুরুষদের বিশ্বকাপ। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ২৪ অক্টোবর ভারত প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ-
২৪ ফেব্রুয়ারি- ভারত-বাংলাদেশ।
২৭ ফেব্রুয়ারি- ভারত-নিউ জিল্যান্ড।
২৯ ফেব্রুয়ারি- ভারত-শ্রীলঙ্কা। 

.