বিশ্বকাপের ফাইনাল কী তবে কলকাতাতেই হবে?
ওয়েব ডেস্ক: আগামী উনত্রিশে অক্টোবর হতে চলেছে যুব বিশ্বকাপের ফাইনাল। সব ঠিকঠাক চললে বিশ্বকাপ ফাইনালের আসর বসতে চলেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভারতের মাটিতে এই প্রথম কোনও ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে। এক বছর বাকি থাকলেও,ইতিমধ্যেই টুর্নামেন্টের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে ছয়ই অক্টোবর যুব বিশ্বকাপের উদ্বোধন হবে।
![বিশ্বকাপের ফাইনাল কী তবে কলকাতাতেই হবে? বিশ্বকাপের ফাইনাল কী তবে কলকাতাতেই হবে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/17/60910-kolkata17-7-16.jpg)
ওয়েব ডেস্ক: আগামী উনত্রিশে অক্টোবর হতে চলেছে যুব বিশ্বকাপের ফাইনাল। সব ঠিকঠাক চললে বিশ্বকাপ ফাইনালের আসর বসতে চলেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভারতের মাটিতে এই প্রথম কোনও ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে। এক বছর বাকি থাকলেও,ইতিমধ্যেই টুর্নামেন্টের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে ছয়ই অক্টোবর যুব বিশ্বকাপের উদ্বোধন হবে।
আরও পড়ুন সানিয়া আপনার মারা, গালে এই থাপ্পড়টা চিরকাল মনে রাখব
তেইশ দিন ধরে কলকাতা, দিল্লি, মুম্বই, গোয়া, কোচির-মত শহরে চলবে বিশ্বকাপের আসর। বিশ্বকাপ চলাকালীন কালি পুজো ও দিওয়ালির মত উতসব রয়েছে। তবে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ম্যাচের সূচি কোনও পরিস্থিতিতেই বদলানো যাবে না।
আরও পড়ুন সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন