জার্মানিকে ভাবাচ্ছে `আহত` হল্যান্ড
ইউরো কাপের প্রথম ম্যাচে রোনাল্ডোর পর্তুগালকে হারালেও, নেদারল্যান্ডসকে নিয়ে বেশ চিন্তিত জার্মানির কোচ জোয়াকিম লো। বুধবার ডু অর ডাই ম্যাচে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস। নক আউট রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে রবেনদের হারাতেই হবে জার্মানিকে। তাই জোয়াকিম লো বলছেন, আহত ডাচরা সবসময়ই ভয়ঙ্কর।
ইউরো কাপের প্রথম ম্যাচে রোনাল্ডোর পর্তুগালকে হারালেও, নেদারল্যান্ডসকে নিয়ে বেশ চিন্তিত জার্মানির কোচ জোয়াকিম লো। বুধবার ডু অর ডাই ম্যাচে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস। নক আউট রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে রবেনদের হারাতেই হবে জার্মানিকে। তাই জোয়াকিম লো বলছেন, আহত ডাচরা সবসময়ই ভয়ঙ্কর। জার্মান কোচ আরও বলছেন, তিনি চেয়েছিলেন ডেনমার্ক-নেদারল্যান্ডস ম্যাচ ড্র হোক। এখন যা পরিস্থিতি তাতে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে মার উইকের দলকে।
ডেনমার্কের বিরুদ্ধে ডাচরা গোলের একাধিক সুযোগ তৈরি করেও, গোল না করতে পারায় বেশ অবাক জার্মান কোচ। পর্তুগালের বিরুদ্ধে জিতে ইউরো অভিযান শুরু করায় বেশ খুশি জোয়াকিম লো। তাঁর মতে, রোনাল্ডোদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। জার্মান কোচ মনে করেন বিশ্বকাপের থেকেও ইউরো আরও শক্তিশালী। কেননা এখানে শুরু থেকেই পিক ফর্মে থাকতে হবে।