ভারতে টেস্ট সিরিজ জিততে মরিয়া স্মিথ
২০০১ সালে টানা ষোলোটা টেস্ট জিতে আসা অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়া থেমেছিল এই ভারতের মাটিতে।
নিজস্ব প্রতিবেদন: ভারতের মাটিতে ভারতকে হারানো সবচেয়ে কঠিন ব্যাপার। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ওয়ান ডে বা টি-টোয়েন্টি নয়, ভারতে এসে টেস্ট সিরিজ জিততে মরিয়া প্রাক্তন অজি অধিনায়ক। কিউই স্পিনার ইশ সোধির সঙ্গে আলাপচারিতায় এই কথা জানিয়েছেন স্মিথ।
২০০১ সালে টানা ষোলোটা টেস্ট জিতে আসা অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়া থেমেছিল এই ভারতের মাটিতে। ২০০৪-০৫ সালের পর আর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া। অ্যাসেজ সিরিজ কিংবা বিশ্বকাপ জয় অনেক বড় ব্যাপার হলেও ভারতের মাটিতে টেস্ট খেলা রীতিমতো কঠিন ব্যাপার বলেই মনে করছেন স্টিভ স্মিথ।
"I think as an Australian cricketer we talk about Ashes, which is always big, the World Cup is big but I think now India is No.1 team in the world and it is a very difficult place to play Test cricket."https://t.co/YiuEYY2ua1
— ICC (@ICC) April 9, 2020
স্মিথের মতে, "অস্ট্রেলিয়ান হিসেবে আমাদের কাছে অ্যাসেজ সিরিজ খুব বড় ব্যাপার বলে আমার মনে হয়। বিশ্বকাপ বেশ বড় ব্যাপার। কিন্তু ভারত টেস্টে এখন বিশ্বের এক নম্বর দল। সেই ভারতের বিরুদ্ধে তাদের দেশে টেস্ট খেলা খুব কঠিন। আর এই কঠিন জায়গায় টেস্ট ম্যাচ জেতার আনন্দ অন্যরকমের।"
আরও পড়ুন - মুম্বইতে করোনা মোকাবিলায় নেওয়া হল একটা গোটা স্টেডিয়াম