সিডনিতে টিম ইন্ডিয়ার নেটে ব্যাট হাতে নেমে পড়লেন ঋদ্ধি, দেখুন ভিডিয়ো
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্ট ঋদ্ধির খেলা একপ্রকার নিশ্চিত বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
নিজস্ব প্রতিবেদন: হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। সিডনিতে ভারতীয় দলের নেটে দীর্ঘক্ষন অনুশীলন করতে দেখা গেল বাংলার উইকেটকিপারকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্ট ঋদ্ধির খেলা একপ্রকার নিশ্চিত বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আমিরশাহিতে আইপিএলে প্লে অফে খেলতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা। অবশ্য তাঁকে নিয়ে ঝুঁকিও নিতে চাইনি তাঁর ফ্র্যাঞ্চাইজি দল। স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছিল দুই পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ঋদ্ধির। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋদ্ধি আর তাই অস্ট্রেলিয়াগামী টিম ইন্ডিয়ার বিমানে জায়গা করে নেন তিনি।
দুবাই থেকে সিডনি পৌঁছে কোয়ারেন্টিনে রয়েছে টিম ইন্ডিয়া। সঙ্গে চলছে অনুশীলনও। বুধবার টিম ইন্ডিয়ার নেটে দীর্ঘক্ষন ব্যাট হাতে অনুশীলন করতে দেখা গেল পাপালিকে।
Look who is batting in the nets today. Hello @Wriddhipops! #TeamIndia pic.twitter.com/GEzLKcSdVF
— BCCI (@BCCI) November 18, 2020
জাতীয় দলের হয়ে ৩৭ টি টেস্ট খেলে ১২৩৮ রান করেছেন ঋদ্ধিমান সাহা। রয়েছে তিনটি শতরান। ৯২টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ১১ টি স্টাম্প করেছেন ঋদ্ধি।
আরও পড়ুন - ২০২১ সালেই ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়া; সূচি প্রকাশ করল ECB