শতরানের পর কোচ অনিলের থেকে কী উপহার পেয়েছিলেন ঋদ্ধি? জানালেন একান্ত সাক্ষাত্কারে

শহরে ফিরলেন ঋদ্ধিমান সাহা। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেই একান্ত সাক্ষাতকারে ঋদ্ধি জানালেন ক্যারিবিয়ান সিরিজের নানান অভিজ্ঞতার কথা।

Updated By: Aug 25, 2016, 08:59 PM IST
শতরানের পর কোচ অনিলের থেকে কী উপহার পেয়েছিলেন ঋদ্ধি? জানালেন একান্ত সাক্ষাত্কারে

ওয়েব ডেস্ক : শহরে ফিরলেন ঋদ্ধিমান সাহা। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেই একান্ত সাক্ষাতকারে ঋদ্ধি জানালেন ক্যারিবিয়ান সিরিজের নানান অভিজ্ঞতার কথা।

প্রশ্ন : মহেন্দ্র সিং ধোনির নজির স্পর্শ করে কেমন লাগছে?
ঋদ্ধি : ধোনির নজির স্পর্শ বা নিজের শতরান নয়, টিমের জন্য কিছু করতে পেরে খুশি।

প্রশ্ন : ব্যাট করতে নামার সময় কতটা চাপ ছিল নিজের ওপর?
ঋদ্ধি : চাপের সেরকম কিছু ছিল না।

প্রশ্ন : কোচ হিসেবে অনিল কুম্বলে কেমন?
ঋদ্ধি : আমি খুশি। অনিল অনেক বেশি ফ্রি হ্যান্ডে খেলতে দিয়েছেন। তাই নিজের সেরা খেলাটা উজাড় করে দিতে পেরেছি সেদিন।

প্রশ্ন : খেলতে নামার আগে কোচের কোনও স্পেশাল টিপস?
ঋদ্ধি : জুটি বাঁধার উপর জোর দিতে বলেছিলেন। বড় পার্টনারশিপ করার দিকে নজর দিয়েছিলাম। তাতেই সাফল্য এসেছে।

প্রশ্ন : টেলএন্ডারদের সঙ্গে ব্যাটিং?
ঋদ্ধি : শুরুতেই বড় উইকেট পড়ে গেলে একটু চাপ তো আসেই। কিন্তু, আমি তো জানতামই যে টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করতে হবে। তাই সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আর তাতেই ফল মেলে।

প্রশ্ন : শতরান করার পরের ফিলিংস?
ঋদ্ধি : ড্রেসিংরুমে ফেরার পর অনিল আর বিরাট বলেছিল, "ভালো খেলেছিস। এই খেলাটাই চালিয়ে যা।" এই ধরনের প্রশংসা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

প্রশ্ন : শতরানের স্মারক?
ঋদ্ধি : কোচ অনিল কুম্বলে শতরান হওয়ার মুহূর্তের কিছু ছবি নিজে তুলেছে। ভীষণই ভালোলাগার এটা।

প্রশ্ন : ব্যাটিং না উইকেট কিপিং?
ঋদ্ধি : উইকেট কিপিং-এই অগ্রাধিকার বেশি।

.