WT20, IND vs PAK: এ বার Mohammed Shami-র পাশে দাঁড়িয়ে প্রতিবাদে মুখর Sachin Tendulkar
মহম্মদ শামির পাশে পুরো দেশ।
নিজস্ব প্রতিবেদন: বীরেন্দ্র শেহওয়াগের (Virender Sehwag) পর এ বার মহম্মদ শামি (Mohammed Shami) ও ভারতীয় দলের (Team India)প্রতিটি সদস্যের পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (WT20) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হেরেছে ভারত। তাও আবার ১০ উইকেটে লজ্জার হার হজম করেছে বিরাট কোহলির (Virat Kohli) দল। শামি একেবারেই দাগ কাটতে পারেননি। ৩.৫ ওভারে ৪৩ রান দিয়েছিলেন 'সহেসপুর এক্সপ্রেস'। আর তাই সোশ্যাল মিডিয়াতে তাঁকে আক্রমণ করা হয়েছিল। সেটাই মেনে নিতে পারেননি 'মাস্টার ব্লাস্টার'।
আরও পড়ুন: WT20, IND vs PAK: সোশ্যাল মিডিয়ায় তীব্র অপমানিত Mohammed Shami, প্রতিবাদ জানালেন Virender Sehwag
When we support we support every person who represents Team India. @MdShami11 is a committed, world-class bowler. He had an off day like any other sportsperson can have.
I stand behind Shami & Team India.
Sachin Tendulkar (@sachin_rt) October 25, 2021
সচিন টুইটারে লিখেছেন, 'আমরা যখন টিম ইন্ডিয়াকে সমর্থন করি, তখন কিন্তু আমরা টিম ইন্ডিয়ার হয়ে যারা প্রতিনিধিত্ব করছে, সকলকে সমর্থন করি। মহম্মদ শামির যথেষ্ট দায়বদ্ধতা আছে। ও বিশ্ব মানের বোলার। অন্যান্য ক্রীড়াবিদদের মতো, ওরও একটি খারাপ দিন যেতেই পারে। আমি শামি ও টিম ইন্ডিয়ার পাশে দাঁড়াচ্ছি।'
এর আগে বীরুও তাঁর প্রাক্তন সতীর্থ শামি ও ভারতের সকল সদস্যের পাশে দাঁড়িয়েছিলেন।