WT20, IND vs PAK: 'সবে শুরু', ইতিহাস লিখে হুঙ্কার দিলেন Babar Azam

ভারতকে মাটি ধরিয়ে দিয়েছে বাবর ব্রিগেড। 

Updated By: Oct 25, 2021, 12:15 AM IST
WT20, IND vs PAK: 'সবে শুরু', ইতিহাস লিখে হুঙ্কার দিলেন Babar Azam
বাবর আজম

নিজস্ব প্রতিবেদন: রবিবাসরীয় ভারত-পাক ( IND vs PAK) মহারণে ইতিহাস লিখেছে পাকিস্তান। ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে বাবর আজম (Babar Azam) অ্যান্ড কোং। এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে মাটি ধরিয়ে দিয়েছে বাবর ব্রিগেড। মুখ তুলতে পারেনি বিরাট বাহিনী। ম্যাচের পর পাক অধিনায়ক বলছেন, এটা পাকিস্তানের সবে শুরু। তাঁদের ক্রিকেটবিশ্বকে অনেক কিছু দেখানোর বাকি আছে।

আরও পড়ুন: WT20: একপেশে ম্যাচে বিপর্যস্ত 'বিরাটবাহিনী', বিশ্বকাপে ভারতকে প্রথম হারাল Pakistan

বাবর বলেন, "এটা দলগত জয়। দ্রুত উইকেট নেওয়া আমাদের সাহায্য় করেছে। শাহিনের উইকেট তুলে নিয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। আমাদের স্পিনাররাও দারুণ করেছে আজ। আমরা পরিকল্পনা মাফিক খেলেছি। ফল পেয়েছি মাঠে। ব্যাট হাতে আমাদের ওপেনাররা একটা পার্টনারশিপ গড়তে পেরেছি। উইকেট ক্রমেই ভাল হচ্ছিল। আমরা শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। সেটাই করতে পেরছি। আমি এখন শুধু দলের বাকি ক্রিকেটারদের সমর্থন করে যেতে চাই। যারা খুব ভাল প্রস্তুতি নিয়েছে। বিশ্বকাপের আগে তারা বিভিন্ন টুর্নামেন্ট খেলে নিজেদের তৈরি করেছে। সেটাই অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমরা ভারতের বিরুদ্ধে রেকর্ড নিয়ে একেবারেই ভাবিত ছিলাম না। সে অর্থে কোনও চাপই ছিল না। শুধু বলতে চাই এটা সবে শুরু। এই আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে যেতে হবে। টুর্নামেন্টের বাকি ম্যাচে যা কাজে লাগাতে হবে।"

মহারণের আগে ভারতকে এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। খাতায়-কলমে বিরাটবাহিনীকে শক্তিশালী মনে হচ্ছিল। কিন্তু মাঠে টিম ইন্ডিয়াকে 'অতিসাধারণ ভবঃ' করে দিল পাকিস্তান (Pakistan)। মরুশহরে কি ব্যাটে, কি বলে- একপেশে ম্যাচে খড়কুটোর মতো টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিলেন বাবর আজমরা। বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারাল পাকিস্তান। তাও আবার জয় এল ১০ উইকেটে। এতটাই লজ্জার হার! এই রাতটা নিশ্চিতভাবে ভুলতে চাইবেন বিরাটরা।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.