WT20: পঞ্চাশের কাপ হারানোর মধুর প্রতিশোধ টি-২০-তে, ইংরেজ বধ করে ফাইনালে নিউজিল্যান্ড

৫ উইকেটে জিতে ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড।      

Updated By: Nov 10, 2021, 11:31 PM IST
WT20: পঞ্চাশের কাপ হারানোর মধুর প্রতিশোধ টি-২০-তে, ইংরেজ বধ করে ফাইনালে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে মাত্র একটা বাউন্ডারি বেশি থাকায় চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। বুধবার ইংলিশদের ৫ উইকেটে হারিয়ে তার মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। প্রতিকূল পরিস্থিতিতে ম্যাচ বের করে ফাইনালে পৌঁছল কিউয়িরা। 

চলতি বিশ্বকাপে টস ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংলিশ ওপেনাররা পাওয়ার প্লে-র তেমন সুবিধা করতে পারেননি। ১৭ বল খেলে ১৩ রান করে আউট হন জস বাটলার। আর এক ওপেনার জস বাটলারের সংগ্রহে ২৪ বলে ২৯  রান। এরপর দলকে টানতে থাকেন দাবিভ মালান ও মইন আলি। ৩০ বলে ৪১ করেন মালান। মইন আলি নট আউট থাকেন ৫১ রানে। নিয়েছেন ৩৭ বল। ২০ ওভারে ১৬৬ রান তোলে ইংল্যান্ড। 

সেমিফাইনালে ১৬৭ রানের টার্গের মুখের কথা নয়! শুরুতেই কেন উইলিয়ামসন ও মার্টিন গাপ্টিলকে হারায় নিউজিল্যান্ড। এরপর দলের হাল ধরেন ডারিল মিচেল ও ডেভন কনওয়ে। ৩৮ বলে ৪৬ রান করে কনওয়ে আউট হন। ফিরে যান গ্লেন ফিলিপস-ও। তখন ৬০ রান দরকার ৩০ বলে। একদিক ধরে ছিলেন ডারিল মিচেল। তাঁকে যোগ্য সঙ্গত দেন জেমস নিশাম। নিশামের ঝোড়ো ব্যাটিংয়ে লক্ষ্য 'আসান' হয়ে যায় কিউয়িদের। ১১ বলে ২৭ রান তোলেন নিশাম। অন্যদিকে ডারিল মিচেল অপরাজিত থাকেন ৪৭ বলে ৭২ রানে। ৫ উইকেটে জিতে ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড।      

আরও পড়ুন- Syed Mushtaq Ali T20: নক আউট পর্বে দলে বাংলা দলে ফিরলেন Shreevats Goswami

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.