WTC Final 2021: ICC-র চমক, Bumrah-র সাক্ষাত্‍কার নিলেন স্ত্রী Sanjana

কেমন ছিল সেই সাক্ষাত্‍কার? দেখুন ভিডিও।  

Updated By: Jun 17, 2021, 08:21 PM IST
WTC Final 2021: ICC-র চমক, Bumrah-র সাক্ষাত্‍কার নিলেন স্ত্রী Sanjana

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে নিজের স্ত্রী-র প্রশ্নবাণে নাজেহাল অবস্থা যশপ্রীত বুমরার (Jasprit Bumrah)। আইসিসি-র সাইটে ভারতীয় দলের পেসার সাক্ষাত্‍কার নিলেন সঞ্জনা গনেশন (Sanjana Ganesan)।

কেমন ছিল সেই সাক্ষাত্‍কার? প্রশ্নোত্তর পর্বে জুড়েই ধরা পড়ল ক্রিকেটার-সঞ্চালক জুটির খুনসুটি। বারবার কি স্ত্রীর দিকেই চোখ চলে যাচ্ছিল? সাক্ষাত্‍কারের শুরুতে কোনদিকে তাকাবেন, সেটাই বুঝতে পারছিলেন না বুমরা। সঞ্জনা ক্য়ামেরার দিকে তাকাতে বললেন। জবাব এল, 'চেষ্টা করব'।  

গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। সেই ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সঞ্জনা জানতে চাইলেন, 'কেমন ছিল সেই মুহূর্তটা'? একটু সময় না নিয়ে বুমরা বললেন, 'আমি খেলিনি ম্যাচটা। তবে স্মরণীয় মুহূর্ত'। পরের ছবিতে গিটার হাতে বুমরা। সঞ্জনার প্রশ্ন, 'তুমি গিটার বাজাও?' বুমরা বলেন, 'না, না। ২০১৪ সালে শেখার চেষ্টা করেছিলাম। দিদির গিটার এটা। তবে শেখা হয়ে ওঠেনি। কোনও একদিন নিশ্চয়ই শিখব।' এই সাক্ষাত্‍কারটি টুইট করা হয়েছে ICC-র তরফে।