WTC Final 2023, IND vs AUS: ওভালে গ্যালারিতে বিজেপির পতাকা! বাইশ গজের যুদ্ধেও খুল্লামখুল্লা রাজনীতি
বিশ্বের যে কোনও প্রান্তেই ভারতীয়দের অভাব নেই। ফলে ভারতীয় দল যেখানেই খেলতে যায়, সেখানেই বিপুল সমর্থন পেয়ে থাকে। অধিকাংশ মাঠেই সিংহভাগ দর্শক থাকে ভারতের। ক্রিকেটের মাঠকে রাজনৈতিক বার্তা দেওয়ার মঞ্চ হিসাবে ব্যবহার করার উদাহরণও বিস্তর রয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের সঙ্গে রাজনীতির সংযুক্তকরণ ও রাজনীতিবিদদের দাপট দেখানো নতুন ঘটনা নয়। এদেশের ক্রিকেটের জন্মলগ্ন থেকেই রাজনীতি জড়িয়ে রয়েছে। দিনের শেষে ক্রিকেটাররা নন, রাজনীতিবিদরাই ছড়ি ঘুরিয়েছেন। তবে এভাবে খেলার মাঠে খুল্লামখুল্লা রাজনীতির অনুপ্রবেশ ঘটেনি। সেই ন্যক্কারজনক ঘটনায় চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (ICC World Test Championship Final 2023) প্রথম দিন দেখা গেল। ওভালের (The Oval) গ্যালারিতে দেখা গেল বিজেপি-র পতাকা (BJP Flag)! ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) মহারণের মাঝে এমনভাবে খোলাখুলি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকার ছবি ভাইরাল হতেই, নেটিজেনদের মধ্যে আলোড়ন পড়ে গিয়েছে। অনেকে ব্যাপারটা মজার ছলে উড়িয়ে দিলেও, আর এক অংশ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রবীণ সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের করা টুইটে প্রথম ছবিটি ধরা পড়ে। ওভালের স্টেডিয়ামে বিজেপির পতাকার সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। বস্তুত বিজেপি নিজেদের বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবি করে। গেরুয়া শিবিরের দাবি ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে তাঁদের অনুগামী। কেউ কেউ রসিকতা করে বলছেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিজেপির পতাকা সেটারই প্রমাণ।' আবার অনেকের দাবি, 'জয় শাহ তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। তাই ভারতীয় ক্রিকেট যে গেরুয়া শিবিরের ইচ্ছায় চলবে, এতে আর অবাক হওয়ার কী আছে!'
— Rajdeep Sardesai (@sardesairajdeep) June 7, 2023
বিশ্বের যে কোনও প্রান্তেই ভারতীয়দের অভাব নেই। ফলে ভারতীয় দল যেখানেই খেলতে যায়, সেখানেই বিপুল সমর্থন পেয়ে থাকে। অধিকাংশ মাঠেই সিংহভাগ দর্শক থাকে ভারতের। ক্রিকেটের মাঠকে রাজনৈতিক বার্তা দেওয়ার মঞ্চ হিসাবে ব্যবহার করার উদাহরণও বিস্তর রয়েছে। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো মঞ্চকে এভাবে রাজনীতিতে ব্যবহার করা বিরল।
প্রতিক্রিয়া অবশ্য এখানেই থামেনি। নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কেউ বলছেন, 'খেলার মঞ্চকে এভাবে রাজনৈতিক বার্তা দেওয়ার কাজে ব্যবহার না করাই ঠিক।' কেউ কেউ আবার বলছেন, 'ভারত যদি হারে, তাহলে বুঝে নিতে হবে বিজেপির পতাকাই প্রমাণ।' অনেকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) গর্বে বুক বাজানোও শুরু করেছেন। তাদের বক্তব্য, 'মোদীজিই বস। সেটা আবারও প্রমাণ হয়ে গেল!'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)