Rohit Sharma, WTC Final 2023: ১০ বছরের খরা কাটবে? 'চোকার্স' তকমা মিটিয়ে আইসিসি ট্রফি জিততে মরিয়া রোহিত
মাঠে বল পড়ার আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে প্যাট কামিন্সের অজিবাহিনী। তবে রোহিত কিন্তু প্রথম একাদশ নিয়ে বরাবরের মতো ধোঁয়াশা বজায় রেখে দিলেন। কিন্তু কেন প্রথম একাদশ সামনে আনতে চাইছেন না 'হিটম্যান'?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৩ থেকে ২০২৩। দীর্ঘ ১০ বছরের ব্যবধান। মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) থেকে বিরাট কোহলি (Virat Kohli), দুই অধিনায়কের আমলে একাধিক আইসিসি (ICC) ট্রফি হাতছাড়া করেছে ভারতীয় দল। এমনকি রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বেও গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল 'মেন ইন ব্লু' ব্রিগেড। আর তাই এবার বিশ্ব টেস্ট ফাইনাল (ICC World Test Championship Final 2023) জিতে আইসিসি ইভেন্টে 'চোকার্স তকমা' মিটিয়ে ফেলতে চান টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। ৭ জুন থেকে ওভালের বাইশ গজে শুরু হবে বিশ্ব টেস্ট ফাইনাল (ICC World Test Championship Final)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে এসে সেটাই জানিয়ে গেলেন 'হিটম্যান'।
টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে রোহিত বলেন, "একদিনের ক্রিকেট কিংবা টি-টোয়েন্টি, যে ফরম্যাটেই আমরা ভালো পারফরম্যান্স করি, আসল লড়াই কিন্তু টেস্ট ক্রিকেটেই দেখা যায়। আর তাই সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাটে বিপক্ষের বিরুদ্ধে লড়াই করে আমরা ট্রফি জিততে মরিয়া হয়ে আছি। শুধু এই ম্যাচ নয়, অধিনায়ক হিসেবে আরও কয়েকটি আইসিসি ট্রফি জিততে চাই।"
আরও পড়ুন: Sourav Ganguly, WTC Final 2023: আগ্রাসী অজিদের জন্যই খোলস ছেড়ে বেরিয়েছে ভারত, অকপটে জানালেন সৌরভ
মাঠে বল পড়ার আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে প্যাট কামিন্সের অজিবাহিনী। তবে রোহিত কিন্তু প্রথম একাদশ নিয়ে বরাবরের মতো ধোঁয়াশা বজায় রেখে দিলেন। কিন্তু কেন প্রথম একাদশ সামনে আনতে চাইছেন না 'হিটম্যান'? রোহিত যোগ করেন, "লন্ডনের আবহাওয়ার চরিত্র বারবার বদলাচ্ছে। ফলে বাইশ গজের পরিস্থিতিও বদলে যেতে পারে। সেইজন্য ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। দলের ১৫ জনকেই তৈরি থাকতে বলেছি। পিচ ও আবহাওয়া অনুসারে যাকে যোগ্য বলে মনে করব, তাকে মাঠে নামিয়ে দেব।"
কয়েক মাস আগেই নিজেদের ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে জিতলেও, রোহিত মনে করেন অজিরা কড়া টক্কর দেবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)