প্রতি মিনিটে কুস্তিগীর যোগেশ্বরের রোজগার কোহলি- ধোনির চেয়ে বেশি

দেশের ক্রীড়াজগতে ক্রিকেটারই সবচয়ে বেশি টাকা রোজগার করেন এটাও সবারই জানা কথা। বিজ্ঞাপন থেকে পারিশ্রমিক সবেতেই দেশের ক্রিকেটারদের রোজগার বাকি ক্রীড়াবিদদের চেয়ে অনেক বেশি সে খবর সবাই রাখেন। কিন্তু এখন যদি আপনাকে বলি অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত প্রতি মিনিটে যত টাকা রোজগার করেন, তা ধোনি-কোহলিদের চেয়ে বেশি, সেটা বিশ্বাস করবেন? হ্যাঁ, পেশাদার কুস্তি লিগে খেলে প্রতি মিনিটে যোগেশ্বর রোজগার করেন ১.৭৫ লক্ষ টাকা। যা ধোনি, কোহলির চেয়ে বেশ খানিকটা বেশি।

Updated By: Mar 3, 2016, 11:09 AM IST
প্রতি মিনিটে কুস্তিগীর যোগেশ্বরের রোজগার কোহলি- ধোনির চেয়ে বেশি

ওয়েব ডেস্ক: দেশের ক্রীড়াজগতে ক্রিকেটারই সবচয়ে বেশি টাকা রোজগার করেন এটাও সবারই জানা কথা। বিজ্ঞাপন থেকে পারিশ্রমিক সবেতেই দেশের ক্রিকেটারদের রোজগার বাকি ক্রীড়াবিদদের চেয়ে অনেক বেশি সে খবর সবাই রাখেন। কিন্তু এখন যদি আপনাকে বলি অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত প্রতি মিনিটে যত টাকা রোজগার করেন, তা ধোনি-কোহলিদের চেয়ে বেশি, সেটা বিশ্বাস করবেন? হ্যাঁ, পেশাদার কুস্তি লিগে খেলে প্রতি মিনিটে যোগেশ্বর রোজগার করেন ১.৭৫ লক্ষ টাকা। যা ধোনি, কোহলির চেয়ে বেশ খানিকটা বেশি।

আসলে কুস্তির লড়াই কম সময়ের জন্য হয়, সেখানে টি২০ হলেও ক্রিকেট তুলনায় অনেকক্ষণ ধরে চলে। ফলে প্রতি মিনিটে রোজগারের বিষয়টায় যোগেশ্বর ছাপিয়ে যেতে পারেন কোহলি-ধোনিদেরও। টেনিসের আইপিএল ধাঁচের টুর্নামেন্ট আইপিটিএল খেলে এই তালিকায় ফেডেরার-নাদাল এখন সবচেয়ে বেশি রোজগার করা খেলোয়াড়। দুজনের রোজগার ২৬ কোটি টাকা। 

.