টুয়েলভথ্ ম্যান হয়ে জুতো বইছেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ! পাক ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

সরফরাজ খুবই দুর্বল মনের মানুষ। আমি বলছি না যে জুতো বয়ে নিয়ে যাওয়া কোনও খারাপ কাজ। কিন্তু প্রাক্তন অধিনায়ককে দিয়ে সেটা করানো ঠিক নয়।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 7, 2020, 10:19 PM IST
টুয়েলভথ্ ম্যান হয়ে জুতো বইছেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ! পাক ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম এগারোয় জায়গা হয়নি প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। দ্বাদশ ব্যক্তি হিসেবে সতীর্থদের জন্য মাঠে জল এমনকী জুতোও বয়ে নিয়ে যাচ্ছেন সরফরাজ। প্রাক্তন পাক অধিনায়কের এমন অবস্থা দেখে রীতিমতো ক্ষুব্ধ শোয়েব আখতার। সরফরাজের সঙ্গে এমন আচরণে পাক ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনে ৭১ ওভারে দেখা যায় শাহদাব খানের জন্য মাঠে জুতো বয়ে নিয়ে আসছেন সরফরাজ আহমেদ। নেতৃত্ব হারিয়ে সরফরাজকে দিয়ে এমন কাজ করানো হচ্ছে যা অসম্মানজনক বলেই মন্তব্য করেছেন শোয়েব আখতার।

শোয়েব আখতার বলেছেন, "এই ছবিটা আমার ভালো লাগে নি। করাচির একজন ছেলেকে এই কাজ করতে হচ্ছে যেটা ভুল। এটা একজনকে দিয়ে করাতে পারো না যে দেশকে চার বছর নেতৃত্ব দিয়েছে। দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছে। তুমি তাকে দিয়ে জুতো বহন করাচ্ছ। যদি ও নিজে ওটা করে থাকে ওকে থামাও। ওয়াসিম আক্রম কখনও আমার জন্য জুতো বয়ে নিয়ে আসেনি।"

সরফরাজের থেকে পাকিস্তানের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। টেস্টের নেতৃত্ব আজহার আলি এবং টি-২০ ও ওয়ান ডে-র নেতৃত্ব এখন বাবর আজমকে তুলে দেওয়া হয়েছে। শোয়েব আখতার আরও বলেন, "সরফরাজ খুবই দুর্বল মনের মানুষ। আমি বলছি না যে জুতো বয়ে নিয়ে যাওয়া কোনও খারাপ কাজ। কিন্তু প্রাক্তন অধিনায়ককে দিয়ে সেটা করানো ঠিক নয়।"

 

যদিও শোয়েব আখতারের এই মন্তব্যকে পাত্তা দিতে নারাজ পাক কোচ মিসবা উল হক। বরং তিনি বলেছেন, প্রাক্তন পাক অধিনায়ক সরফরাজ জুতো বয়ে নিয়ে গিয়ে এটাই প্রমান করেছেন যে কত বড় টিম ম্যান।

 

আরও পড়ুন - আরবে IPL,কোহলির নেতৃত্বে খেলার জন্য তৈরি ফিঞ্চ

 

.