কিউই দেশে হালে পানি পেতে ঈশ্বরে সহায়, বীরু-গোতির পর এবার ব্রাত্য যুবির `শেষের শুরু`!

কিউই দেশে হালি পানি পেতে ঈশ্বরে সহায়, বীরু-গোতির পর এবার ব্রাত্য যুবির `শেষের শুরু`!

Updated By: Dec 31, 2013, 03:39 PM IST

নিউজিল্যান্ডের মাটিতে কঠিন সিরিজে উতরে যেতে ঈশ্বরের সহায় হল ভারত। ভারতীয় নির্বাচকরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজে দলে নিলেন মধ্যপ্রদেশের ফাস্ট বোলার ঈশ্বর পাণ্ডেকে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হারতে হলেও বড় কোনও পরিবর্তন হল না।

টেস্ট দল থেকে শুধু বাদ পড়লেন অভিষেক টেস্ট সিরিজে মাতিয়ে দেওয়া রোহিত শর্মা, আর সেভাবে সুযোগ না পাওয়া প্রজ্ঞান ওঝা। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে পাঁচ পেসার হিসাবে থাকছেন জাহির খান, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, ঈশ্বর পান্ডে।

প্রসঙ্গত, ১৯ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ও দুটো টেস্ট ম্যাচ খেলবে ভারত। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু ১৯ জানুয়ারি থেকে। দু ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি থেকে।

গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেওয়াগদের নামই উঠল না নির্বাচনী সভায়। তরুণ দল নিয়ে খেলে দক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতে ফিরলে টিম সন্দীপ পাতিল তাদের উপরেই ভরসা রাখলেন। সিনিয়রদের ফিরিয়ে তো আনাই হল না বরং ওয়ানডে দল থেকে বাদ পড়লেন যুবরাজ সিং। অনেকেই বলছেন ২০১৫ বিশ্বকাপে যুবিকে যে ধোনির দলে রাখা হবে না, এটা তারই একটা ইঙ্গিত। তার মানে দাঁড়াল সেওয়াগ, গম্ভীরের পর এবার হয়তো শেষের শুরু যুবরাজ সিংয়ের।

প্রত্যাশামতই টেস্ট ও ওয়ানডে দলে থাকলেন বাংলার মহম্মদ সামি। টেস্ট দলে থাকলেন বাংলার ঋদ্ধিমান সাহাও। ওয়ানডে দলে সুযোগ পেলেন রজার বিন্নির ছেলে স্টুয়ার্ট বিন্নি। ওয়ানডে দলে নেওয়া হল বরুন অ্যারোনকে।

টেস্ট দল- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরলি বিজয়, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, আম্বাতি রায়াড়ু, আর অশ্বিন, ঋদ্ধিমান সাহা, জাহির খান, মহম্মদ সামি, উমেশ যাদব, ঈশ্বর পান্ডে

Test squad: MS Dhoni (capt), Shikhar Dhawan, M Vijay, Cheteshwar Pujara, Virat Kohli, Ajinkya Rahane, Ravindra Jadeja, Zaheer Khan, Mohammed Shami, Ishant Sharma, Ambati Rayudu, Bhuvneshwar Kumar, R Ashwin, Umesh Yadav, Wriddhiman Saha, Ishwar Pandey

ওয়ানডে দল-মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়না, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, আম্বাতি রায়াড়ু, ঋদ্ধিমান সাহা, জাহির খান, মহম্মদ সামি, উমেশ যাদব, বরুন অ্যারোন, ঈশ্বর পাণ্ডে

ODI squad: MS Dhoni (capt), Shikhar Dhawan, Rohit Sharma, Virat Kohli, Ajinkya Rahane, Ambati Rayudu, Suresh Raina, R Ashwin, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Mohammed Shami, Ishant Sharma, Amit Mishra, Ishwar Pandey, Stuart Binny, Varun Aaron

New Zealand tour itinerary

Jan 19: 1st ODI, Napier Jan 22: 2nd ODI, Hamilton Jan 25: 3rd ODI, Auckland Jan 28: 4th ODI, Hamilton Jan 31: 5th ODI, Wellington

Feb 6-10: 1st Test, Auckland Feb 14-18: 2nd Test, Wellington

.