টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য তিরিশে যুবরাজ সিং
টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য তিরিশ জনের দলে স্থান পেলেন যুবরাজ সিং। বাংলা থেকে এই প্রাথমিক দলে মনোজ তেওয়ারি এবং অশোক দিন্দা জায়গা পেলেও নেই ঋদ্ধিমান সাহা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য তিরিশ জনের দলে স্থান পেলেন যুবরাজ সিং। বাংলা থেকে এই প্রাথমিক দলে মনোজ তেওয়ারি এবং অশোক দিন্দা জায়গা পেলেও নেই ঋদ্ধিমান সাহা। এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের খেলার সম্ভাবনা আরও একধাপ বাড়ল। তবে চূড়ান্ত দলে জায়গা পেতে গেলে প্রথমে যুবরাজকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। বোস্টন থেকে ক্যান্সারের চিকিত্সা করিয়ে আসার পর জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে অনুশীলনে নামেন যুবি। তিনি জানিয়েছেন নেটে ব্যাট করতেও এখন কোনও সমস্যা হচ্ছে না। ধীরে ধীরে তাঁর ফিটনেস লেভেলেরও উন্নতি হচ্ছে। বুচিবাবু টুর্নামেন্টে খেলার সিদ্ধান্তও নিয়েছেন যুবি। তবে যুবরাজ শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা অনেকটাই নির্ভর করছে চিকিত্সকদের সিদ্ধান্তের উপর। বাংলা থেকে এই প্রাথমিক দলে মনোজ তেওয়ারি এবং অশোক দিন্দা জায়গা পেলেও নেই ঋদ্ধিমান সাহা। এদিকে আজ সকালে ভারতীয় দল একদিনের সিরিজ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা পৌঁছয়। যুবরাজ সিং ছাড়াও সম্ভাব্য দলে নাম আছে হরভজন সিং-এরও। শ্রীলঙ্কা সফরে যে একটি টি-টোয়েন্টি ম্যাচ আছে তাতে ভাল ফল নিয়ে আশাবাদী ভারতীয় দল। তবে যুবরাজের মতে প্রয়োজনীয় ফিটনেস নিয়েই তিনি আবার বাইশ গজে ফিরবেন। যার জন্য প্রতিদিনই নেট প্র্যাকটিস করছেন তিনি।