আরও একবার দেখবেন নাকি? যুবির ৬ ছক্কা
২০০৭, ১৯ সেপ্টেম্বর। ৮ বছর আগে আজকের দিনেই বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের বাহাতি ব্যাটসম্যান যুবরাজ সিং। ওই ঘটনার পর কেটে গেল ৮টা বছর। এখনও যুবির তাণ্ডব দেখে 'ইংল্যান্ড বধের' মজা উপভোগ করেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কেউ কেউ মজা করে বলেন, এখনও যুবির ভয়ে নাকি ঘুম হয়না ব্রডের।
ওয়েব ডেস্ক: ২০০৭, ১৯ সেপ্টেম্বর। ৮ বছর আগে আজকের দিনেই বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের বাহাতি ব্যাটসম্যান যুবরাজ সিং। ওই ঘটনার পর কেটে গেল ৮টা বছর। এখনও যুবির তাণ্ডব দেখে 'ইংল্যান্ড বধের' মজা উপভোগ করেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কেউ কেউ মজা করে বলেন, এখনও যুবির ভয়ে নাকি ঘুম হয়না ব্রডের।
৬ বলে ৬টা ছক্কা। ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব একমাত্র যুবিরই আছে। টি টোয়েন্টি ম্যাচে ৬ বলে ৬ ছক্কা মারার রেকর্ড এখনও পর্যন্ত কোনও ক্রিকেটার ভাঙতে পারেননি। এর আগে ৬ বলে ৬ টি ছক্কা হাকানোর কৃতিত্ব ছিল দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান হার্সেল গিবসের।
দক্ষিণ আফ্রিকায় প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ। ডারবান ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড। বল হাতে ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ট ব্রড। ব্যাট করছেন যুবরাজ সিংহ। ৬ টা বলে ৬ টি ছয়। উল্লেখ্য, ওই ম্যাচে মাত্র ১২ বলেই নিজের অর্ধ শতরান পূর্ণ করেছিলেন যুবরাজ। ম্যাচ জিতেছিল ভারত এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন যুবি।